নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৫ জানুয়ারী৷৷ এলপিজি না পেয়ে ক্ষোভে পথ অবরোধ করলেন গ্রাহকরা৷ ঘটনাটি ঘটছে বিশ্রামগঞ্জে শুক্রবার দুপুরে৷ পথ অবরোধের ফলে যান চলাচল বিঘ্নিত হয় এবং যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে৷ সংবাদে প্রকাশ, এদিন সকালে বিশ্রামগঞ্জের মেসার্স মিলন ইনডেন এজেন্সির এলপিজি সংগ্রহকারী ভোক্তারা গ্যাস না পেয়ে জাতীয় সড়ক অবরোধ করেন৷ ভোক্তারা এলপিজি সিলিন্ডার নিয়ে রাস্তার উপর বসে পড়েন৷ এতে উদয়পুর এবং আগরতলামুখী দুই দিকের ছোটবড় সব গাড়ি আটকা পড়ে যায়৷ দীর্ঘ সময়ের জন্য স্তব্ধ হরয়ে পড়ে জাতীয় সড়ক৷

খবর পেয়ে সেখানে পৌঁছে বিশ্রামগঞ্জ থানার পুলিশ৷ প্রচুর সংখ্যায় টিএসআর জওয়ানদের নিয়ে সেখানে পৌঁছে পুলিশ৷ থানার ওসি পান্নালাল সেন অবরোধকারীদের সাথে বলে জানায় গ্যাস দেওয়ার ব্যাপারে তিনি এজেন্সি কর্তৃপক্ষের সাথে কথা বলবেন৷ তবু, যেন তারা পথ অবরোধ মুক্ত করেন৷ পুলিশের এই আবেদনে কোন ইতিবাচক সাড়া দেয়নি ভোক্তারা৷
গ্রহাকরা গ্যাস পাওয়ার আশ্বাস পেলে অবরোধ আন্দোলন প্রত্যাহার করবে বলে পুলিশকে জানায়৷ তরপর পুলিশ মহকুমা প্রশাসনের সাথে কথা বলে৷ কিছুক্ষণ পর পুলিশের তরফ থেকে বলা হয়েছে যে এদিন যাদের যাদের গ্যাস দেওয়ার কথা তাদের প্রত্যেককে গ্যাস সরবরাহ করা হবে৷ এই আশ্বাস পেয়ে অবরোধ মুক্ত করা হয় সড়ক৷ এদিকে, এজেন্সির মালিকের সাথে কথা বলে জানা গেছে ব্যাকলগের সংখ্যা বেশী থাকায় সঠিক সময়ে সব গ্রাহককে গ্যাস সরবরাহ করা যাচ্ছে না৷
