আগরতলা, ২৬ জানুয়ারি, (হি.স.) : দিল্লির রাজপথে বর্ণাঢ্য কুচকাওয়াজের মধ্যে দিয়ে সাড়ম্বরে পালিত হয়েছে দেশের ৭০ তম প্রজাতন্ত্র দিবস। নয়াদিল্লির রাজপথে বর্ণময় কুচকাওয়াজের মধ্যে দিয়ে নিজেদের শৌর্য প্রদর্শন করেছি ভারতের তিন সেনা বাহিনী। পাশাপাশি, প্রতিবারের মত এ বছরও সুসজ্জিত ট্যাবলোর মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে দেশের বিভিন্ন রাজ্যের সাংস্কৃতিক ঐতিহ্য।

জানা গেছে, প্রজাতন্ত্র দিবসে দিল্লির শোভা যাত্রায় ত্রিপুরার ট্যাবলো উচ্চ প্রশংসিত হয়েছ। তাছাড়া বিভিন্ন রাজ্যের অন্যান্য ট্যাবলোগুলির মধ্যে পশ্চিমবঙ্গের ট্যাবলোও প্রশংসিত হয়েছে। ত্রিপুরার ট্যাবলোতে রাজ্যের দর্শনীয় এবং পর্যটন স্থানগুলি তুলে ধরা হয়েছে। দিল্লির শোভা যাত্রায় ত্রিপুরার ট্যাবলো উচ্চ প্রশংসিত হওয়ায় ত্রিপুরায় বিভিন্ন মহল উচ্ছ্বসিত।