নিজস্ব প্রতিনিধি,আগরতলা, ২৩ জানুয়ারি : আগামী দশ মাসের মধ্যে ত্রিপুরা ও বাংলাদেশের মধ্যে নৌ পরিবহণ শুরু হয়ে যাবে। জানিয়েছেন মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেব। মুখ্যমন্ত্রী জানান, সড়কপথে ত্রিপুরা এবং বাংলাদেশের মধ্যে যোগাযোগ রয়েছে দীর্ঘদিন ধরে। ত্রিপুরার আটটি জেলা থেকেই সড়কপথে বাংলাদেশে যাতায়াত করা সম্ভব।তিনি জানান, সড়কপথের পাশাপাশি ২০১৮ সালের প্রথম দিকে ত্রিপুরা থেকে বাংলাদেশের মধ্যে ট্রেনে যোগাযোগ ব্যবস্থা স্থাপনের জন্য আগরতলা রেলওয়ে স্টেশন থেকে বাংলাদেশের আখাউড়া রেলওয়ে স্টেশনের মধ্যে রেলপথ নির্মাণের কাজ চলছে। আর এই যোগযোগ ব্যবস্থা স্থাপনের সর্বশেষ সংযোজন ত্রিপুরা ও বাংলাদেশের মধ্যে নদীপথে নৌ পরিবহণের উদ্যোগ।
ত্রিপুরায় নতুন সরকার প্রতিষ্ঠার পর মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেব ত্রিপুরা ও বাংলাদেশের মধ্যে নৌ পরিবহণ চালু করার জন্য বিশেষ আগ্রহ দেখান।

তাঁর আগ্রহের ফলে ভারত এবং বাংলাদেশ সরকারের মধ্যে আলোচনার ভিত্তিতে উভয় দেশ সহমতে আসে। স্থির হয়, বাংলাদেশের আশুগঞ্জে মেঘনা নদী থেকে গোমতী নদী হয়ে ত্রিপুরার সিপাহিজলা জেলার শ্রীমন্তপুর পর্যন্ত প্রাথমিক পর্যায়ে মাঝারি আকারের জাহাজ চালানো হবে। তবে এর জন্য গোমতী নদীর পলি তুলতে হবে। এই বিষয়গুলি ক্ষতিয়ে দেখতে ভারত ও বাংলাদেশের এক প্রতিনিধি দল দুদিনের সফরে আগরতলায় আসবেন। উভয় দেশের প্রতিনিধি দল আগরতলায় বৈঠক করবেন এবং ভারত এবং বাংলাদেশের মধ্যে নৌ চলাচলকারী গোমতী নদী সরেজমিনে ঘুরে দেখবেন তাঁরা। তাঁরা গোমতী নদীর ভারত এবং বাংলাদেশের উভয় অংশ ঘুরে দেখতে পারেন। আগামী ২৮ জানুয়ারি দুদিনের জন্য তাঁরা আগরতলায় আসবেন বলে জানান মুখ্যমন্ত্রী দেব।বুধবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেব তাঁর সরকারি বাসভবনে সাংবাদিকদের এ কথাগুলি জানান। সেই সঙ্গে তিনি আরও জানান, আগামী দশ মাসের মধ্যে ত্রিপুরা ও বাংলাদেশের মধ্যে নৌ পরিবহণ শুরু হচ্ছে তা নিশ্চিত।

