বারামুলা, ২৪ জানুয়ারি (হি.স.): জম্মু ও কাশ্মীরের প্রথম জঙ্গি মুক্ত জেলা হল বারামুল্লা। বৃহস্পতিবার এমনই ঘোষণা করলেন রাজ্য পুলিশের ডিজি দিলবাগ সিং। কাশ্মীর উপত্যকায় যে দশটি জেলা রয়েছে তার মধ্যে বারামুল্লা সব চেয়ে বড় জেলা। সীমান্তবর্তী জেলা হওয়ার কারণে সীমান্ত পেরিয়ে পাকিস্তান মদতপুষ্ট জঙ্গিরা বারামুল্লা দিয়ে ঢুকে নাশকতা মূলক কাজকর্ম করে কাশ্মীরকে অশান্ত করেছে। নিরাপত্তা বাহিনীর একাধিক জঙ্গি দমন অভিযানের ফলে অবশেষে জঙ্গি মুক্ত করা গিয়েছে বারামুল্লা জেলাকে। মঙ্গলবার বারামুল্লায় নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম হয় তিন জঙ্গি।

আর এরপরই কার্যত জঙ্গি মুক্ত হয়ে যায় বারামুল্লা প্রশাসনের তরফে জঙ্গিদের পরিচয় জানা গিয়েছে। নিহতরা হলেন, শোয়েব ফারুক আখনুন, মোসিন মুস্তাক ভাট, নাসির আহমেদ দর্জি। নিহত জঙ্গিদের কাছ থেকে তিনটি একে-৪৭ বাজেয়াপ্ত করা হয়েছে। নিহত জঙ্গিরা প্রত্যেকেই লস্কর-ই-তৈবার সঙ্গে যুক্ত ছিল।বৃহস্পতিবার রাজ্য পুলিশের ডিজি দিলবাগ সিং জানিয়েছেন, ‘বর্তমানে বারামুল্লা সম্পূর্ণ জঙ্গিমুক্ত। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় তা সম্ভব হয়েছে। এর জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই।’