নয়াদিল্লি, ২৪ জানুয়ারি (হি.স.): দেশজুড়ে জনসংখ্যা বৃদ্ধি যেভাবে বেড়েই চলেছে, তা সত্যিই চিন্তার বিষয়| জন্ম নিয়ন্ত্রণ নিয়ে এর আগেও বেশ কয়েকবার সরব হয়েছিলেন যোগগুরু বাবা রামদেব| যোগগুরু ফের সরব হলেন জন্ম নিয়ন্ত্রণ নিয়ে| এবার যোগগুরুর মতে, দু’টোর বেশি সন্তান হলে ভোটাধিকার ও সরকারি সুবিধে কেড়ে নেওয়া উচিত| এরপরই স্বাভাবিকভাবেই নিয়ন্ত্রণ হবে জনসংখ্যা| বুধবার উত্তর প্রদেশের আলিগড়ে জনসংখ্যা বৃদ্ধি প্রসঙ্গে যোগগুরু বাবা রামদেব বলেছেন, ‘দেশের জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে হলে একটা পদক্ষেপ করতে হবে|

যাঁদের দু’টোর বেশি সন্তান রয়েছে তাঁদের ভোট দেওয়া অধিকার এবং নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করার অধিকার কেড়ে নেওয়া উচিত|’ যোগগুরু বাবা রামদেব আরও বলেছেন, ‘সরকারি স্কুল, সরকারি হাসপাতাল থেকে তাঁদের বঞ্চিত করা উচিত| সরকারি চাকরি পাওয়ার অধিকারও কেড়ে নেওয়া উচিত| তা সে হিন্দু হোক বা মুসলমান| এরপরই স্বাভাবিকভাবেই নিয়ন্ত্রণ হবে জনসংখ্যা|’ তবে, এই প্রথম নয়| এর আগেও বেশ কয়েকবার জন্ম নিয়ন্ত্রণ নিয়ে সরব হয়েছিলেন যোগগুরু বাবা রামদেব| এবার তিনি সরাসরি জানালেন, দু’টোর বেশি সন্তান হলেই ভোটাধিকার ও সরকারি সুবিধে কেড়ে নেওয়া উচিত|
