তালিকায় রয়েছে ভিডিওকন ও নুপাওয়ার সংস্থার দফতর| প্রসঙ্গত, নুপাওয়ার সংস্থার মালিক আইসিআইসিআই ব্যাঙ্কের প্রাক্তন সিইও ছন্দা কোচারের স্বামী দীপক কোচার| প্রাথমিক তল্লাশির পরই এফআইআর দায়ের করেছে সিবিআই| এফআইআর-এ কাদের নাম রয়েছে, তা এখনও পর্যন্ত জানায়নি সিবিআই| প্রসঙ্গত, ২০১২ সালে আইসিআইসিআই ব্যাঙ্ক থেকে ৩,২৫০ কোটি টাকা ঋণ পেয়েছিল ভিডিওকন গ্রুপ| অভিযোগ, এরপরই ভিডিওকন প্রোমোটার বেণুগোপাল ধুত নুপাওয়ার সংস্থায় কোটি কোটি টাকা বিনিয়োগ করেছিলেন|

২০১৮ সালের মার্চ মাসে ভিডিওকন প্রোমোটার বেণুগোপাল ধুত, দীপক কোচার এবং অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের প্রাথমিক তদন্ত রিপোর্ট দায়ের করেছিল সিবিআই| বিতর্কে নাম জ়ডানোর পরই ২০১৮ সালের অক্টোবর মাসে আইসিআইসিআই ব্যাঙ্কের সিইও পদ থেকে অবসর নেন ছন্দা কোচার| তাঁর জায়গায় দায়িত্ব নিয়েছিলেন সন্দীপ বক্সী| ছন্দা কোচারের বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি নিয়মের বাইরে গিয়ে ভিডিওকনকে ঋণ পাইয়ে দেন, কারণ ওই সংস্থা তাঁর স্বামীর সংস্থায় বিনিয়োগ করেছিল|