নিজস্ব প্রতিনিধি,আগরতলা, ২৪ জানুয়ারি : যাত্রীবাহী ট্রেন থেকে নেশা সামগ্রী সহ পাঁচ কারবারিকে গ্রেফতার করেছেন আরপিএফ জওয়ানরা। জানা গেছে, গোপন খবরের ভিত্তিতে ধর্মনগর থেকে আগরতলাগামী যাত্রীবাহী ট্রেনে আরপিএফ জওয়ানরা অভিযান চালান। অভিযানে ৬০৬ শিশি নেশা সামগ্রী উদ্ধার করা হয়েছে।

সেই সঙ্গে পাঁছ নেশা কারবারিকে আটক করে নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের রুবেল হুসেন (২৯), আলমগির হুসেন (৩৫), বাবুল হুসেন (৩৫), নাজিম উদ্দিন (৪৭) এবং আলতাফ হুসেন লস্কর (৪২) বলে পরিচয় পাওয়া গেছে। জানা গেছে, পুলিশ ধৃতদের বৃহস্পতিবার আদালতে সোপর্দ করেছে। আদালতের নির্দেশে তাদের জেল হাজতে পাঠানো হয়ে। পুলিশ জানিয়েছে, আগামী দিনে এ ধরনের নেশা বিরোধী অভিযান জারি থাকবে।