নিজস্ব প্রতিনিধি,আগরতলা, ২৪ জানুয়ারি : নেশা বিরোধী অভিযানে ফের সাফল্য পেয়েছে ত্রিপুরা পুলিশ। ধর্মনগরের পশ্চিম চন্দ্রপুর এলাকায় নেশা বিরোধী অভিযানে দুটি বাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণের ইয়াবা ট্যাবলেট, হেরোইন, নগদ ছয় লক্ষ টাকা সহ দুটি গাড়ি পুলিশ বাজেয়াপ্ত করেছে বলে জানা গেছে।প্রাপ্ত খবর প্রকাশ, গোপন খবরের ভিত্তিতে উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তীর নেতৃত্বে আজ বৃহস্পতিবার সকালে ধর্মনগরের পশ্চিম চন্দ্রপুর এলাকায় দুই বাড়িতে অভিযান চালায় ধর্মনগর থানার পুলিশ।

জানা গেছে, অভিযান চলাকালে পুলিশ ড্রাগবারের হদিশ পায়। সে অনুযায়ী তালাশি চালিয়ে বিপুল পরিমাণের নেশা দ্রব্যের সঙ্গে নগদ টাকা ও দুটি গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। তবে বাড়ির মালিক তথা ড্রাগ কারবারি কুট্টি মিয়াঁকে ধরা যায়নি। পুলিশি অভিযানের খবর আগাম পেয়ে সে ফেরার হয়ে গেছে। জানা গেছে, পুলিশ কুট্টি মিয়াঁকে ধরতে তল্লাশি অভিযান চালিয়েছে।