পেশাদারি ফুটবল থেকেও অবসর নিলেন উসেইন বোল্ট

সিডনি, ২৩ জানুয়ারি (হি.স.) : ট্র্যাক অ্যান্ড ফিল্ড থেকে অবসরের পর এবার পেশাদারি ফুটবল থেকে পাকাপাকিভাবে অবসর নিলেন তারকা স্প্রিন্টার উসেইন বোল্ট৷ ট্র্যাক অ্যান্ড ফিল্ড থেকে অবসরের পর পেশাদারি ফুটবলে মন দিয়েছিলেন৷ ফুটবলেও বেশ কয়েকটি ম্যাচও খেলেন৷ এবার খেলার দুনিয়া থেকে অবসর নিলেন তারকা বোল্ট৷


অলিম্পিকে ট্র্যাক অ্যান্ড ফিল্ড বিভাগে আটবারের সোনা জিতেছেন তারকা ক্রীড়াবিদ৷ ট্র্যাক থেকে সরে দাঁড়ানোর পরই ফুটবলার হওয়ার ইচ্ছে থেকে ট্রেনিং শুরু করেন৷ অস্ট্রেলিয়ার সেন্ট্রাল কোস্ট মেরিনার্স দলের হয়ে পেশাদার ফুটবল খেলেন৷ দলের হয়ে একাধিক গোলও করেন তারকা স্প্রিন্টার৷ বেশ কয়েকমাস ফুটবলার জীবন উপভোগে পর এবার সেখান থেকেও সরে দাঁড়ালেন৷ আগামী দিনে ব্যবসায় মন বসাতে চান বোল্ট, এমনটাই জানিয়েছেন তারকা স্প্রিন্টার৷ সেক্ষেত্রে খেলার সরঞ্জাম সংক্রান্ত ব্যবসায় তিনি মন দিচ্ছেন কিনা, সেকথা ও খোলসা করেননি উসেইন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *