নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জানুয়ারী৷৷ ত্রিপুরা থেকে অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশীদের বিতাড়নের দাবীতে এবং নাগরিকত্ব সংশোধনী বিল প্রত্যাহারের দাবীতে আত্মসমপর্ণকারী জঙ্গীদের প্রায় আটচল্লিশ সংগঠনের যৌথ কাউন্সিল রাজ্যব্যাপী আন্দোলনের উদ্যোগ নিয়েছে৷ ত্রিপুরা ইউনাইটেড ইন্ডিজিনাস পিওপিলস কাউন্সিল নামের এই সংগঠনটির কর্মকর্তারা মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে এই আন্দোলনের কথা জানায়৷

আত্মসমপর্ণকারী এটিটিফ সুপ্রিমো রঞ্জিত দেববর্মা জানিয়েছে, আগামী ২৭ জানুয়ারী বিভিন্ন স্থানে র্যালী সংগঠিত করা হবে৷ ২৭ জানুয়ারী জোলাইবাড়ি এবং খোয়াইয়ে র্যালী করা হবে৷ ২৮ জানুয়ারী হবে বিশ্রামগঞ্জে, ৩০ জানুয়ারী খুমুলুঙে এবং ৩১ জানুয়ারী জম্পুইজলাতে হবে র্যালী৷