নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জানুয়ারী৷৷আগামীকাল ২৩ শে জানুয়ারি। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। দেশের স্বাধীনতা সংগ্রামের বীরপুরুষ নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী উপলক্ষ্যে প্রতি বছরের মতো এ বছরও বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করা হয়েছে। জানা গেছে, গোটা দেশের সাথে রাজ্যেও স্বাধীনতা আন্দোলনের বীরপুরুষ নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী যথাযোগ্য মর্যাদায় উদযাপন হবে ত্রিপুরায়। গোটা রাজ্যের বিভিন্ন স্থানে নেতাজির জন্মজয়ন্তী ঘিরে গুচ্ছ অনুষ্ঠানের প্রস্ততি নেওয়া হয়েছে। তবে মূল অনুষ্ঠান হবে আগরতলার নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের ময়দানে। সে উপলক্ষে নেতাজি স্কুল ময়দানে অনুশীলন চলছে। জানা গেছে, এদিন সকাল ৮-টা থেকে ছাত্রছাত্রীদের সমাবেশ শুরু হবে।

অনুষ্ঠানে উদ্বোধক ও সভাপতি হিসাবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। তাছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেব, বিধায়ক আশিসকুমার সাহা প্রমুখ। জানা গেছে, ২৩ জানুয়ারি সকালে স্কুল প্রাঙ্গণে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে নেতাজির জন্মজয়ন্তীর সূচনা হবে। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছেন, প্রতি বছরের মতো এ বছরও স্কুলের প্রতিটি ক্লাসের সেকশন থেকে ছাত্রছাত্রীরা শোভাযাত্রায় অংশগ্রহণ করবে। জানা গেছে, এ বছর ২৬টি বর্ণাঢ্য শোভাযাত্রা পৃথক পৃথকভাবে নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের প্রাঙ্গণ থেকে সকাল ৯-টা ১৫ মিনিটে বের হবে। বিভিন্ন বিদ্যালয় ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে ৮টি ট্যাবলো বের হবে শোভাযাত্রায়। এই শোভাযাত্রা শহরের বিভিন্ন পথ যেমন পোস্ট অফিস চৌমুহনি, প্যারাডাইস চৌমুহনি, আইজিএম চৌমুহনি হয়ে কামান চৌমুহনি, এমজি বাজারের নেতাজি কর্নার হয়ে আবার স্কুলে প্রাঙ্গণে এসে শেষ হবে।