সাধারণ সম্পাদকের দায়িত্বে প্রিয়াঙ্কা, কটাক্ষ বিজেপির

নয়াদিল্লি, ২৩ জানুয়ারি (হি.স.) কংগ্রেসের সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে প্রিয়াঙ্কা গান্ধী বদরাকে। এনিয়ে মিশ্র প্রক্রিয়া তৈরি হয়েছে দেশে রাজনৈতিক মহলে। বিজেপির তরফে দাবি করা হয়েছে পুরোটাই পরিবারতন্ত্র। অন্যদিকে রাজনীতির জগতে প্রিয়াঙ্কা গান্ধীর অভিষেককে স্বাগত জানিয়েছেন একাধিক বর্ষীয়ান কংগ্রেস নেতা।বিজেপির জাতীয় মুখপাত্র সম্বিত পাত্র জানিয়েছেন, এটা প্রত্যাশিতই ছিল। কংগ্রেস পরিবারতন্ত্রকে বেশি প্রাধান্য দিচ্ছে। কংগ্রেসের কাছে পরিবারই হচ্ছে দল। কিন্তু বিজেপির কাছে দলই হচ্ছে পরিবার। এই নিয়োগ থেকে এটা স্পষ্ট কংগ্রেস রাহুল গান্ধীর ব্যর্থতা মেনে নিয়েছে।কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা জানিয়েছেন, কংগ্রেসের সাধারণ সম্পাদক হয়েছে প্রিয়াঙ্কা গান্ধী। সবাই জানে পরিবারতন্ত্রে কি ভাবে কাজ হয়ে থাকে। আনুষ্ঠানিকভাবে রাহুল গান্ধীর পরাজয় স্বীকার করে নিয়েছে কংগ্রেস।


অন্যদিকে সাধারণ সম্পাদক পদে প্রিয়াঙ্কা গান্ধীর আরোহণকে স্বাগত জানিয়েছেন বর্ষীয়ান কংগ্রেস নেতা মতিলাল ভোঁরা। তিনি বলেন, ‘প্রিয়াঙ্কাজিকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তা খুবই গুরুত্বপূর্ণ। পূর্ব উত্তরপ্রদেশে ছাড়াও দেশের বিভিন্ন প্রান্তে এর প্রভাব পড়বে। কংগ্রেসের আর এক নেতা রাজীব শুক্লা জানিয়েছেন, এই সিদ্ধান্তের ফলে উত্তরপ্রদেশ সহ গোটা দেশে কংগ্রেসের পুনরুজ্জীবনে সম্ভব হবে। বিদেশ সফর থেকে ফিরে এলে পয়লা ফেব্রুয়ারির পরে তিনি দায়িত্বভার গ্রহণ করবেন।এই প্রসঙ্গে স্বয়ং রাহুল গান্ধী জানিয়েছেন, ‘আমি ব্যক্তিগত ভাবে খুশি। এবার এক সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমরা খুশি। তিনি অনেক কর্মঠ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *