নয়াদিল্লি, ২৩ জানুয়ারি (হি.স.) : দিল্লির লালকেল্লার ভেতর নেতাজি সুভাষচন্দ্র বসু সংগ্রহশালার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি লালকেল্লার ভেতরে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের স্মরণে গড়ে তোলা ইয়াদে-এ-জালিয়ান নামে অপর আরও একটি সংগ্রহশালার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এদিনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সঙ্গে ছিলেন নেতাজির প্রপৌত্র চন্দ্রকুমার বসু। দুইটি সংগ্রহশালা উদ্বোধনের পর প্রধানমন্ত্রী বলেন, এই দুইটি সংগ্রহশালা দেশের গৌরবময় অধ্যায়ের সঙ্গে বর্তমান প্রজন্মকে একাত্ম হতে সাহায্য করবে। জনগণের মধ্যে দেশের প্রতি ভালবাসা আরও বেশি বৃদ্ধি পাবে।

প্রসঙ্গত, গোটা দেশজুড়ে পালিত হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২২ তম জন্মজয়ন্তী। দীর্ঘদিন ধরেই লালকেল্লায় সুভাষচন্দ্র বসুর জীবনী নিয়ে একটি সংগ্রহশালা নির্মাণের দাবি উঠেছিল। অবশেষে সেই দাবি পূরণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সংগ্রহশালায় নেতাজির জীবনী তুলে ধরা হয়েছে। নেতাজির ব্যবহৃত কাঠর চেয়ার, তলোয়ার ছাড়াও আইএনএ-র পদক, ব্যাজ, পোশাক, এবং অন্যান্য জিনিসপত্র রয়েছে৷ পাশাপাশি লাইট অ্যাণ্ড সাউন্ডের মাধ্যমে নেতাজির সংগ্রামময় জীবন তুলে ধরা হয়েছে। গোটা সংগ্রহশালাটি ঘুরে দেখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।