ভোপাল, ২৩ জানুয়ারি (হি.স.) : বাড়ির ভেতর থেকে একই পরিবারের চার সদস্যের মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল মধ্যপ্রদেশের রাইসেন জেলার মান্দাদ্বীপে। পাশাপাশি আশঙ্কাজনক অবস্থায় বাড়ির মালিক সঞ্জু ভুরিয়াকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মঙ্গলবার রাতে ঘটে যাওয়া এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। দিল্লির বুরারই কান্ড উস্কে দিয়ে মধ্যপ্রদেশের রাইসেন জেলার মান্দাদ্বীপে বাড়ির ভেতর থেকে এক পরিবারের চার সদস্যের মৃতদেহ উদ্ধার করা হয়। মৃতদেহগুলিকে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে এক মধ্যবয়স্ক মহিলা নাম দীপলতা (৪০), তাঁর ১১ বছর বয়সী ছেলে আকাশ, বছর ২০-র মেয়ে পূর্ণিমা এবং মাত্র ১২ দিনের শিশুকন্যার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় বাড়ির মালিক সঞ্জু ভুরিয়াকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছে পুলিশ।

মঙ্গলবার সকাল বাড়ির বাইরে কাউ না দেখতে পেয়ে প্রতিবেশী নীতিন সিং একাধিক বার ডাকাডাকি করতে থাকে। পরে বিকেল পর্যন্ত কোনও সাড়া শব্দ না পেয়ে ১০০ ডায়াল করে পুলিশকে খবর দেয়। পরে রাতের দিকে ঘটনাস্থলে আসে পুলিশ। ডাকাডাকি করে কোনও উত্তর না মেলায় অবশেষে দরজা ভাঙে পুলিশকর্মীরা। বাড়ির ভেতরে ঢুকে তারা দেখতে পান দুইটি বিছানার মধ্যে মৃতদেহগুলি পড়ে রয়েছে। আশঙ্কাজনক অবস্থায় বাড়ির মালিক সঞ্জু ভুরিয়াকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা জানিয়েছেন তার অবস্থা আশঙ্কাজনক।
রাইসেনের অতিরিক্ত পুলিশ সুপার এ পি সিং জানিয়েছেন, চারজনের মৃতদেহ উদ্ধার হয়েছে। বাড়ির মালিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই মৃত্যুর আসল কারণ জানা যাবে। ঘটনায় হতবাক মৃতদের আত্মীয়, প্রতিবেশীরা৷
যদিও প্রাথমিক তদন্তের পর পুলিশের তরফে জানানো হয়েছে শীতে ঘর গরম রাখার জন্য মাটির তৈরি কয়লার যেসব উনুন ব্যবহার করা হয়। তা থেকে নিগর্ত ধোঁয়ার কারণে শ্বাসকষ্টে মৃত্যু হয়েছে ওই চারজনের। প্রাথমিক রক্ত পরীক্ষায় সঞ্জুর শরীরে কোনও বিষের নমুনা পাওয়া যায়নি।