নয়াদিল্লি, ২২ জানুয়ারি (হি.স.) : অস্ট্রেলিয়ার মাটিতে ভারতীয় দলের অভূতপূর্ব সাফল্যের জন্য নির্বাচন কমিটির প্রত্যেক সদস্যকে আর্থিক পুরস্কার দেবে বিসিসিআই। মঙ্গলবার এই মর্মে ঘোষণা করে ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়মায়ক সংস্থা বিসিসিআই। অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে বিরাট বাহিনীর ঐতিহাসিক জয়। পাশাপাশি একদিনের ক্রিকেটে অজিদের ২-১ হারিয়ে নজির তৈরি করেছে ভারতীয় দল। আর এতে খুশি হয়েই জাতীয় নির্বাচন কমিটির প্রত্যেক সদস্যকে ২০ লক্ষ টাকার আর্থিক পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছে বিসিসিআই।

পাঁচ সদস্য নির্বাচন কমিটির মধ্যে রয়েছেন চেয়ারম্যান এমএসকে প্রসাদ, দেবাং গান্ধী, যতীন পরাঞ্জপে, গগণ খোডা এবং সন্দীপ সিং। বিসিসিআই-এর কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেশনের বিনোধ রাই নির্বাচকদের প্রশংসা করে বলেন, অস্ট্রেলিয়া সফরে ভারসাম্য রক্ষা করে দল গড়া হয়েছিল। তার জন্যই এই সাফল্য এসেছে। অস্ট্রেলিয়ার মাটিতে ভারতীয় দলের অনবদ্য সাফল্যের জন্য আমরা গর্বিত। এর আগে ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফেদের জন্য আর্থিক পুরস্কার ঘোষণা করেছিলাম। এবার নির্বাচকদেরও পুরস্কৃত করা হবে। নির্বাচক কমিটির পাঁচ সদস্য দল নির্বাচন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ভারসাম্য রেখে দল গড়া হয়েছে। ফলে টিম ম্যানেজমেন্ট বিভিন্ন কম্বিনেশন ব্যবহার করতে সক্ষম হয়েছে। যেসব খেলোয়াড়দের দলে জায়গা দেওয়া হয়েছিল তারা নির্ভীক ভাবে সমস্ত চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে।