আমবাসা (ত্রিপুরা), ২১ জানুয়ারি, (হি.স.) : রাজ্য জুড়ে পুলিশের নেশা বিরোধী অভিযান জারি রয়েছে। রাজ্যের বিভিন্ন জায়গায় গোপন খবরের ভিত্তিতে পুলিশ নেশা সামগ্রী উদ্ধার এবং নেশা কারবারিদের ধরপাকড় করছে। রাজ্যের পুলিশ ফের নেশা বিরোধী অভিযানে সাফল্য পেয়েছে।
জানা গেছে, রবিবার নেশা বিরোধী অভিযানে নেমে অনেকটা ফিল্মি কায়দায় আমবাসা থানার পুলিশ দুই লক্ষাধিক মূল্যের গাঁজা সহ দুই পাচারকারীকে গ্রেফতার করেছে। ধৃতদের নাম শিবা রায় (২৫) বাড়ি অসমের লামডিং এবং মইদুল আলী (২৮)। তারঁ বাড়ি অসমে, খটখটিয়া এলাকায়।

আমবাসা থানা সূত্রে জানা গেছে, রবিবার পশ্চিমবঙ্গের নম্বরযুক্ত একটি টাটা সাফারি গাড়ি আগরতলা থেকে অসমের দিকে যাচ্ছিল। এমন সময় হাইওয়ে টহলদারী পুলিশের সন্দেহ হলে তারা গাড়িটিকে থামানোর চেষ্টা করে। কিন্তু গাড়িটি গতি বাড়িয়ে দেয়। ফলে গাড়িটির পিছু ধাওয়া করে পুলিশ। শেষে জগন্নাথপুর এলাকায় গাড়িটিকে রেখে পাচারকারীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু এলাকাবাসীরা পাচারকারীদের ধরে ফেলেন। তারা পুলিশের হাতে দুই গাঁজা পাচারকারীকে তুলে দেন।