নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জানুয়ারি ৷৷ স্বামী বিবেকানন্দ বলেছিলেন ব্যক্তি বড় নয়, দায়িত্ব বড়৷ ভারতীয় মজদুর সংঘের ভাইয়েরা এই মানসিকতা নিয়েই কাজ করে যাচ্ছে৷ রবিবার আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে বিএমএস এর রাজ্য সম্মেলনে একথা বলেছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ তিতিন সার্বিকভাবে প্রথমবারের মতো রাজ্যে অনুষ্ঠিত ভারতীয় মজদুর সংঘ ত্রিপুরা রাজ্য শাখার রাজ্য সম্মেলনে বিএমএস কর্মীদের ভুূয়সী প্রশংসা করেছেন৷ সম্মেলনের উদ্বোধন করে এদিন মুখ্যমন্ত্রী বলেছেন, বিএমএস কর্মীদের সক্রিয় ভূমিকার কারণেই গত ৮ এবং ৯ জানুয়ারি দেশব্যাপী যে ধর্মঘটের ডার দিয়েছিলো ১০টি শ্রমজীবি সংগঠন, তার সফলতা আসেনি৷ যে কারণে রাজ্য তথা দেশের কোষাগাড়ে কোটি কোটি টাকা সংরক্ষণও সম্ভব হয়েছে৷ এদিন রাজ্যকে আগামী ৩ বছরের মধ্যে মডেল রাজ্য হিসেবে গড়ে তুলতে গেলে, ই রিকশা, অটো রিকশা এবং অন্যান্য শ্রমিক সংগঠনেরও যে একত্রিত প্রয়াস জরুরি তা জানালেন মুখ্যমন্ত্রী৷ বলেছেন, রাজ্য সরকার এখনও সেই দিশাতেই এগোচ্ছে৷

ঘুরে কিরে তিনি এদিন ভারতীয় মজদুর সংঘ কর্মীদের প্রশংসায় ভরিয়ে দিলেন বলা যায়৷ জীবনের চলার পথে অধ্যায়ণ বা শিক্ষার আগ্রহ যে কোন ব্যক্তিকে এগিয়ে যেতে সাহায্য করে৷ তিনি আরও বলেন, ব্যক্তি নয় তার দায়িত্বকে বড় করে দেখতে হবে৷ এই মানসিকতাকে কাজে লাগিয়ে সবাইকে রাজ্যের উন্নয়নে এগিয়ে আসতে হবে৷
মুখ্যমন্ত্রী বলেছেন, ত্রিপুরেশ্বরী মায়ের পূণ্যভূমি এই ত্রিপুরা৷ জাতি উপজাতিদের মধেও মৈত্রী স্থাপনের এক শক্তিশালী নিদর্শন হলো এই ত্রিপুরা৷ তার কথায়, সরকার প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতার সাতে গুরুত্ব দিয়ে দেখছে৷ প্রশাসনিক কাজে স্বচ্ছতা আনার লক্ষ্যে সরকার ইতিমধ্যেই স্বচ্ছ নিয়োগনীতি, ই টেন্ডার, ই চালান, ই গেজেট, ই ক্লাসরুম, ইপিডিএস চালু করেছে৷ এছাড়াও বর্তমান সরকার প্রতিটি ক্ষেত্রেই ডিজিটাইজেশন চালু করার উদ্যোগ নিয়েছে৷ সার্বিকভাবে তিনি দুর্নীতিমুক্ত সসমাজ গড়া এবং প্রকৃত ব্যক্তিরাই রাতে সুযোগসুবিধা পেতে পারে তার জন্য প্রতিটি ক্ষেত্রে এই ডিজিটাইজেশন চালুর কথা জানিয়েছেন৷ তিনি শ্রম পরিবহণ, শিক্ষা, স্বাস্থ্য সবকটি দফতরকেও এদিন এই দিশাতে এগনোর কথা বলেন৷
সম্মেলনের মধ্য দিয়ে এদিন ভারতীয় মজদুর সংঘ ত্রিপুরা প্রদেশের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে৷ কমিটির সভাপতি হয়েচেন শংকর দেব৷ এছাড়াও প্রণব দেববর্মা, জগদীশ দেববর্মা, দেবশ্রী কলই সহ সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন৷

