ম্যাচুরিটির পরও সাহারা ইন্ডিয়া টাকা ফেরত দিচ্ছে না আমানতকারীদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জানুয়ারী৷৷ এক সময়ে এই রাজ্যে ফুলে ফেঁপে উঠা চিটফান্ড সংস্থাগুলো রাজ্যবাসীর কোটি কোটি টাকা আত্মসাৎ করে ঝাঁপ বন্ধ করে পালিয়ে যাবার পর, বর্তমানেও বেশ কিছু তকমাধারী আমানতকারী সংস্থা সাধারণ জনগণের কষ্টার্জিত জমানো অর্থ ফেরত দিচ্ছে না বলে অভিযোগ৷ উদয়পুর মহকুমার শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত আমানতকারী সংস্থা সাহারা ইন্ডিয়া কর্তৃপক্ষের অফিস থেকে সাধারণ জনগণের জমানো টাকার সময় সম্পূর্ণ হওয়ার পর বহু সময় অতিক্রান্ত হয়ে গেলেও জনগণের টাকা ফেরত দেওয়া হচ্ছে না৷ পাশাপাশি এই অফিসের অধীনে অন্যান্য সহ কার্যালয়গুলো থেকেও গ্রাহকদের টাকা ফেরত দেওয়া হচ্ছে না বলে অভিযোগ উঠে৷ অভিযোগ সাহারা ইন্ডিয়া কর্তৃপক্ষ সাধারণ জনগণের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা জমা নিয়েছেন৷

টাকা জমা নেবার পর নির্দিষ্ট সময় শেষে ম্যাচুরিটি হওয়ার পর পুনরায় অফিস কর্তৃপক্ষ নানা ধরনের প্রলোভল দেখিয়ে পুনরায় টাকা জমা করিয়ে রাখেন৷ টাকা জমার মেয়াদ সম্পূর্ণ হয়ে গেলে গ্রাহকরা কষ্টার্জিত জমানো টাকা ফেরত আনতে গেলে সাহারা কর্তৃপক্ষ সেই টাকা ফেরত দিচ্ছে না৷ অভিযোগ দীর্ঘ প্রায় এক বছর যাবৎ গ্রাহকরা শাখার দরজায় দরজায় ঘুরে জমাকৃত টাকা না পেয়ে নিরাশ হয়ে ফিরছেন৷ গ্রাহকদের অভিযোগ প্রায়ই এই সাহারা অফিস থেকে কর্তৃপক্ষ লোক দেখানো টাকা ম্যাচুরিটি দিচ্ছেন কিন্তু বাস্তবে তার ঠিক উল্টো চিত্র৷ অভিযোগ সাহারা ইন্ডিয়া কর্তৃপক্ষ উদয়পুর সেক্টর অফিসের কোন একজন জনৈক এজেন্টের টাকা কিছু কিছু পরিমাণ ফেরত দিয়ে বাকি অন্যান্য গ্রাহকদের ব্রাত্য রেখেছেন৷ সাধারণ জনগণ বহু কষ্ট করে সাহারা ইন্ডিয়া অফিসে টাকা জমা করে নির্দিষ্ট সময়ের শেষে কষ্টার্জিত টাকা ফেরত না পেয়ে সকল গ্রাহকরা সংঘবদ্ধ ভাবে আইনের দ্বারস্থ হতে যাচ্ছেন বলে জানান ক্ষুব্ধ গ্রাহকরা৷ পাশাপাশি এই সাহার ইন্ডিয়া কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য গোমতী জেলা শাসকের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন বঞ্চিত গ্রাহকরা৷ এদিকে সাহারা ইন্ডিয়া সংস্থায় টাকা জমা রেখে বহু পরিবার সর্বস্বাস্ত হয়েছেন৷ গোটা জেলায় সাহারার ভোক্তাদের মধ্যে চাপা ক্ষোভ দেখা দেয়৷