নয়াদিল্লি, ২০ জানুয়ারি (হি.স.) : হাসপাতাল থেকে ছাড়া পেলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। সোয়াইন ফ্লুতে আক্রান্ত হতে বুধবার রাতে দিল্লির এইমসে ভর্তি হয়েছিলেন তিনি। শারীরিক অবস্থার উন্নতি হতেই ছাড়া পেলেন তিনি। এদিন এইমস থেকে নিজের বাসভবনে চলে আসেন অমিত শান।বিজেপি নেতা অনিল বালুনি জানিয়েছেন, শারীরিক অবস্থার উন্নতি হতেই চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী হাসপাতাল থেকে ছাড়া পান অমিত শাহ।

প্রসঙ্গত, সকষ্ট ও বুকে কফ নিয়ে বুধবার রাতে দিল্লির এইমসে ভর্তি হন। নিজের শারীরিক অবস্থার কথা লিখে ট্যুইটও করেন অমিত শাহ। অমিত শাহের হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার ইঙ্গিত আগেই দিয়েছিলেন বিজেপি নেতা অনিল বালুনি। তিনি জানিয়েছিলেন, “বিজেপির জাতীয় সভাপতি অমিত শাহ সুস্থ আছেন, দু’এক দিনের মধ্যেই হাসপাতাল থেকে ছাড়া হবে তাঁকে। অজস্র শুভকামনার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ”।
