নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১৮ জানুয়ারি ৷৷ শুক্রবার দুপুরে খোয়াইয়ের পদ্মবিল ব্লক এলাকায় সিডিপিও অফিসে তালা ঝুলিয়ে দিল এলাকার ভাতা প্রাপকরা৷ দীর্ঘ ৩ ঘণ্টা তালা বন্দি থাকার পর খোয়াইয়ের সিডিপিও দীনেশ দেববর্মার উদ্যোগে তালা বন্দি থেকে মুক্ত হয় পদ্মবিল ব্লক এলাকার সিডিপিও অফিসের আধিকারিক সহ অন্যান্য কর্মীরা৷ ঘটনার বিবরণে জানা যায় বামফ্রন্ট সরকারের আমলে গ্রামের ভাতা প্রাপকরা প্রতিনিয়ত ভাতা পেতেন৷ নির্বাচনের পূর্বে বিজেপি আইপিএফটি জোট হবার পর তারা ঘোষণা দিয়েছিল জোট সরকার ক্ষমতায় আসলে নূ্যনতম ২০০০ টাকা ভাতা দেওয়া হবে৷ সেই অনুসারে নতুন সরকার ক্ষমতায় আসার পর ভাতা প্রাপকদের নিয়ে শুরু হয়েছে রামখেলা৷ নতুন সরকার পুরাতন ভাতা প্রাপকদের বাদ দিয়ে নতুন করে তালিকা তৈরি করে৷ এই তালিকায় পূর্বের প্রকৃত ভাতা প্রাপকরা নতুন তালিকা থেকে বঞ্চিত বলে অভিযোগ৷

তাই যারা পূর্বে ভাতা পেতেন বর্তমানে সিডিপিও অরুন্ধুতি দেববর্মা সহ সমস্ত কর্মীদের তালা বন্দি করে রাখে দুপুর ১২টা থেকে৷ ভাতা প্রাপক এক বৃদ্ধা মহিলা জানান তাদের ঘরে টাকা নেই, নির্বাচনের পূর্বে প্রতিশ্রুতি দিয়েছিল প্রত্যেকের ভাতা ২০০০ টাকা করা হবে৷ বৃদ্ধ এও জানান ২০০০ টাকা তো দুরের কথা তালিকা থেকে উনার নামটাই কেটে ফেলা হয়েছে৷ প্রায় ৩ শতাধিক বৃদ্ধ/বৃদ্ধা তাদের নাম বাদ যাওয়ায় তারা সিডিপিও অফিসে তালা দেয়৷ এই ঘটনা দূর থেকে প্রত্যক্ষ করতে থাকে আইপিএফটি নেতারা৷ কিছু বলার সাহস দেখায়নি তারা৷
এদিকে দীর্ঘক্ষণ তালাবন্দি থাকায় এদিন সিডিপিও অফিসে কাজকর্ম লাটে উঠে৷ সকাল থেকে দুপুর পর্যন্ত তালাবন্দি থাকলেওতা খোলার জন্য কাউকেই দেখা যায়নি৷ তবে সিডিপিও’র আশ্বাসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও ভাতা প্রাপকরা হুঁশিয়ারি দিয়েছে আগামী কয়েকদিনের মধ্যে প্রতিশ্রুতি মত ভাতা না পেলে তার ফের আন্দোলনে শামিল হবেন৷ এখন দেখার কবে নাগাদ প্রতিশ্রুতি মত ভাতার টাকা পান৷

