সুরাট, ১৯ জানুয়ারি (হি. স.) : শনিবার সুরাটের হাজিরায় লারসেন এন্ড টুবরো (এল এন্ড টি)-র ‘হোয়িটজার গান’ নামক ট্যাঙ্কার নির্মাণ কেন্দ্রের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন দাদরা ও নগর হাভেলি জেলার সিলভাসায় একটি মেডিকেল কলেজের শিলান্যাস করে ভাষণ দেন তিনি।
উল্লেখ্য, ২০১৭ সালে ভারতীয় সেনাবাহিনীকে এই ‘হোয়িটজার গান’ সরবরাহ করা নিয়ে প্রায় ৪,৫০০ কোটি টাকার চুক্তি স্বাক্ষর করে এল এন্ড টি।

এই চুক্তি অনুযায়ী কে ৯ বজ্র-টি ১৫৫ এমএম/ ৫২ ক্যালিবার ট্র্যাকড সেলফ প্রপেলড (স্ব-নিয়ন্ত্রিত) বন্দুকের ১০০টি ইউনিট, সেনাবাহিনীকে সরবরাহ করার বরাত পায় এল এন্ড টি। এই ট্যাঙ্কার নির্মাণের উদ্দেশ্যে সুরাট থেকে ৩০ কিলোমিটার দূরে হাজিরায় একটি আরমারড সিস্টেমস কমপ্লেক্স গঠন করেছে লারসেন এন্ড টুবরো। এল এন্ড টি-র এক আধিকারিক জানিয়েছেন, দেশের প্রাইভেট সেক্টরে গঠিত এটিই প্রথম আরমারড সিস্টেমস কমপ্লেক্স ফেসিলিটি। হাজিরায় এই ফেসিলিটি উদ্বোধনের পর সিলভাসায় মেডিকেল কলেজের শিলান্যাস করেন প্রধানমন্ত্রী।