নয়াদিল্লি ও কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): সাধারণ মানুষ রীতিমতো দুঃশ্চিন্তায় পড়ে গিয়েছেন। কারণ ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম। এ নিয়ে পর পর ন’দিন। দিল্লি, কলকাতা ও মুম্বইয়ে শুক্রবার পেট্রল ও ডিজেলের দাম বেড়েছে ৭ থেকে ২০ পয়সা পর্যন্ত। কলকাতায় পেট্রোলের দাম বেড়েছে লিটারপ্রতি ৭ পয়সা। ডিজেলের দাম বেড়েছে লিটারপ্রতি ০.১৯ পয়সা। মধ্যরাত থেকেই কার্যকর হয়েছে নতুন দাম। দাম বাড়ার পর কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম এখন, ৭২.৬৫ টাকা। ডিজেলের দাম বেড়ে হয়েছে ৬৬.৭৪ টাকা। এই নিয়ে পরপর ন’দিন দামি হল জ্বালানি তেল।

কলকাতার পাশাপাশি শুক্রবার পেট্রোল ও ডিজেলের দাম বেড়েছে দিল্লি এবং মুম্বইয়ে। দিল্লিতে ০.৮ পয়সা বাড়ার পর পেট্রোলের দাম এখন ৭০.৫৫ টাকা প্রতি লিটার এবং ০.১৯ পয়সা বাড়ার পর ডিজেলের দাম এখন ৬৪.৯৭ টাকা| পাশাপাশি মুম্বইয়ে ০.৭ পয়সা বেড়েছে পেট্রোলের দাম এবং ২০ পয়সা বেড়েছে ডিজেলের দাম| মুম্বইয়ে পেট্রোল-ডিজেলের নতুন দাম, যথাক্রমে ৭৬.১৮ টাকা প্রতি লিটার (পেট্রোল) এবং ৬৮.০২ টাকা প্রতি লিটার (ডিজেল)| প্রসঙ্গত, লাগাতার ন’দিন ধরে পেট্রোল ও ডিজেলের দাম বাড়ার মাথায় হাত মধ্যবিত্তের।