নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জানুয়ারী৷৷ বিজেপি আইপিএফটি জোট সরকার ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদের ক্ষমতার উপর অনৈতিকভাবে হস্তক্ষেপ করছে বলে অভিযোগ এনেছে বামফ্রন্ট কমিটি৷ বামফ্রন্টের চেয়ারম্যান বিজন ধর বুধবার আযোজিত এক সাংবাদিক সম্মেলনে এই গুরুতর অভিযোগ করেন৷ ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদকে বাজেট অনুযায়ী টাকা অবিলম্বে মিটিয়ে দেওয়ার জন্য দাবি জানানো হয়েছে৷ বিজেপি -আইপিএফটি জোট সরকার ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদ এলাকার উন্নয়ন এবং উপজাতিদের জন্য মায়াকান্না কেদে রাজ্যের ক্ষমতায় এসেছে৷ ক্ষমতায় আসার পর ত্রিপুরা স্ব-শাসিত করছে বলে অভিযোগ এনেছে বামফ্রন্ট৷

বামফ্রন্টের আহ্বায় বুধবার আগরতলায় আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানান৷ তিনি বলেন রাজ্যের জাতি ও উপজাতির মৈত্রী সেতু এবং রক্ষাকবচ ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদের প্রতি অর্থনৈতিক অবরোধ সৃষ্টি করার চেষ্টা চালাচ্ছে বর্তমান বিজেপি আইপিএফটি জোট সরকার৷ এ ধরনের কার্যকলাপে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বামফ্রন্ট৷ বামফ্রন্টের আহ্বায়ক বিজন ধর এ বিষয়ে তথ্য দিতে গিয়ে বলেন ২০১৫-১৬ অর্থবছরের জন্য বরাদ্দ ছিল ২৬০ কোটি টাকা, ২০১৬-১৭ সালের জন্য বরাদ্দ ছিল ৫৮ হাজার ৫২৮ কোটি টাকা, ২০১৭-১৮ সালের জন্য বরাদ্দ ছিল ১৫৭ কোটি টাকা৷ ২০১৮-১৯ সালের জন্য বরাদ্দ রাখা হযেছে ১১৭ কোটি টাকা৷ রাজ্য সরকার চারটি কিস্তিতে এদের প্রাপ্য টাকা মিটিয়ে দিয়ে থাকে৷ কিন্তু বর্তমান সরকার এক্ষেত্রে চরম বৈষম্যমূলক আচরণ করছে বলে অভিযোগ করেন বিজনবাবু৷ তিনি বলেন, চলতি অর্থ বছরের প্রায় শেষের পথে হলেও রাজ্য সরকার এডিসি প্রশাসনকে ৯৫ কোটি ৩৮ লক্ষ ২৩ হাজার টাকা মঞ্জুর করছে না৷ করের শেয়ারের টাকাও দিচ্ছে না বলে অভিযোগ৷ অবিলম্বে রাজ্য সরকার যাতে এডিসি প্রশাসনকে প্রেয়োজনীয় অর্থ বরাদ্দ দেয় তার দাবী জানিয়েছে বামফ্রন্ট৷