তিনদিনের সফরে গুজরাটে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

আহমেদাবাদ, ১৭ জানুয়ারি (হি.স.) : লোকসভা নির্বাচনের আগে বৃহস্পতিবার তিনদিনের সফরে গুজরাটে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চলতি সফরে ‘ভাইব্রেন্ট গুজরাট’ বণিক সম্মেলনের উদ্বোধন করার পাশাপাশি একাধিক প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।গুজরাটে বিনিয়োগকারীরা যাতে আরও বেশি বিনিয়োগ করেন তার জন্য ‘ভাইব্রেন্ট গুজরাট’ সম্মেলনের আয়োজন করা হয়। এই সম্মেলনের নবম সংস্করণের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ১৮ থেকে ২০ জানুয়ারি পর্যন্ত চলবে এই সম্মেলন। এদিন বায়ুসেনার বিশেষ বিমানে করে দুপুর ১টা ৫৫মিনিট নাগাদ আহমেদাবাদ বিমানবন্দরে অবতরণ করেন প্রধানমন্ত্রী। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান রাজ্যপাল ও পি কোহলি, মুখ্যমন্ত্রী বিজয় রূপানি, উপ-মুখ্যমন্ত্রী এম নীতিন প্যাটেল, বিজেপির রাজ্য সভাপতি জিতু ভগনানি, শহরের মেয়র বিজালবেন প্যাটেল।

গুজরাটে সফরে সর্দার প্যাটেল ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সের নতুন ভবনের উদ্বোধন করেন তিনি। পরে আহমেদাবাদ শপিং ফেস্টিভালের উদ্বোধন করবেন তিনি। ১৮ জানুয়ারি‘ভাইব্রেন্ট গুজরাট’ সম্মেলনের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। এই সম্মেলনে সহযোগী হিসেবে ১৫টি দেশ যোগ দিয়েছে। এবং ১১টি বিদেশি সংস্থা যোগ দিয়েছে। ওইদিন বহু আন্তর্জাতিক নেতাদের সঙ্গেও বৈঠক করবেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গুজরাট সফরকে ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *