আগরতলা, ১৬ জানুয়ারি, (হি.স.) : নবম শ্রেণিতে পাঠরত এক কিশোরের রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে। মৃত কিশোরের নাম শ্যামল দেববর্মা (১৫)। তার বাড়ি কমলাসাগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত রামা চৌধুরীপাড়ায়। জানা গেছে, হঠাৎ করে গভীর রাতে বাড়ি থেকে বের হয়ে যায় শ্যামল দেববর্মা। কিন্তু আজ সকালে তাদের বাড়ি থেকে কিছু দূরে ঝুলন্ত অবস্থায় শ্যামলের মৃতদেহ দেখতে পান এলাকাবাসীরা। খবর দেওয়া হয় পুলিশকে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে মধুপুর থানার পুলিশ।
ঘটনাস্থলে পৌঁছে পুলিশ শ্যামলের মৃতদেহ নামিয়ে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেয়। এটা কি আত্মহত্যা না-খুন, এ বিষয়ে রহস্যের দানা বেঁধেছে। যদিও এখনও পুলিশ সঠিকভাবে কিছুই বলতে পারেনি। তবে পুলিশ তদন্ত জারি রেখেছে। পুলিশ জানিয়েছে, অতিসত্বর শ্যামলের মৃত্যুর কারণ জানা যাবে। পুলিশ এখনই এ ঘটনাকে অত্মহত্যা বলতে নারাজ। এদিকে শ্যামলের মৃতদেহ ময়না তদন্তের শেষে পুলিশ তার পরিবারের হাতে তুলে দিয়েছে। শ্যামলের মৃত্যুতে তার সহপাঠী, বন্ধুবান্ধব এবং স্কুলে শোকের ছায়া নেমে এসেছে।