নয়াদিল্লি, ১৬ জানুয়ারি (হি.স.) : শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বিশ্ব হিন্দু পরিষদের প্রাক্তন আন্তর্জাতিক সভাপতি বিষ্ণুহরি ডালমিয়া। বুধবার সকালে দিল্লিতে নিজের বাসভবনে ৯১ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। অযোধ্যায় রাম মন্দির নির্মাণ আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন বিশ্ব হিন্দু পরিষদের প্রাক্তন আন্তর্জাতিক সভাপতি বিষ্ণুহরি ডালমিয়া। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। শারীরিক অবস্থা অবনতি হওয়ায় তাঁকে ইন্দ্রপ্রস্থের অ্যাপোলো হাসপাতালে ভর্তি করানো হয়। গত ১৩ জানুয়ারি হাসপাতাল থেকে নিজের বাসভবনে ফিরে আসেন তিনি। বিশ্ব হিন্দু পরিষদের মুখপাত্র বিনোধ বানসাল জানিয়েছেন, এদিন দিল্লির গলফ লিঙ্কে নিজের রাঁধা রাম ধাম বাসভবনে সকাল ৯.৩৮ মিনিট নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সাধারণ মানুষ যাতে শেষ শ্রদ্ধা জানাতে পারেন সে জন্য এদিন দুপুর তিনটে পর্যন্ত তাঁর বাসভবনে মৃতদেহ শায়িত থাকবে। এদিন বিকেল ৪টে ৩০মিনিট নাগাদ দিল্লির নিগামবোধ ঘাটে শেষকৃত্য সম্পন্ন হবে।

অশোক সিঙ্ঘল, আচার্য গিরিরাজ কিশোর সঙ্গে রামজন্ম ভূমি আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন বিষ্ণুহরি ডালমিয়া। সামনে থেকে এই আন্দোলনের নেতৃত্ব দেন তিনি। ১৯২৪ সালে জন্ম গ্রহণ করেন। ১৯৭৯ সালে বিশ্ব হিন্দু পরিষদে যোগ দেন বিষ্ণুহরি ডালমিয়া। সহ-সভাপতি, কার্যকারি সভাপতি পদে থাকার পর বিশ্ব হিন্দু পরিষদের আন্তর্জাতিক সভাপতি হন তিনি। ২০০৫ সাল পর্যন্ত তিনি সেই পদে ছিলেন। রাম জন্মভূমি মার্গদর্শক মন্ডলের সদস্য ছিলেন। মথুরায় ভগবান শ্রীকৃষ্ণের জন্মভূমি ট্রাস্ট্রির সদস্য ছিলেন তিনি। সারাদিন গরু এবং গরিবদের সেবায় নিজেকে নিয়োজিত করেছিলেন বিষ্ণুহরি ডালমিয়া।