নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ জানুয়ারী৷৷ পৌষ সংক্রান্তি উপলক্ষে নবরূপে সেজে উঠেছে তীর্থমুখ। দুই দিবসীয় উৎসবের আজ সোমবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেব।
এদিন বিকেলে প্রদীপ প্রজ্বলন করে তীর্থমুখে পৌষ সংক্রান্তি উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে জাতি উপজাতি মানুষের মেল বন্ধন ছিল লক্ষণীয়। গোমতী নদীর উৎসস্থল তীর্থমুখের এই প্রাচীনতম মেলার সাথে রাজ্যের জাতি উপজাতি সকল অংশের মানুষের ধর্মীয় ভাবাবেগ জড়িয়ে রয়েছে। উৎসবকে কেন্দ্র করে তীর্থমুখে প্রচুর লোকের সমাগম ঘটেছে।

রাজ্যের নানা প্রান্তের মানুষজনের পাশাপাশি বহিঃরাজ্য থেকে, বিশেষ করে উত্তর-পূর্বাঞ্চলের জনজাতি, এমন-কি বাংলাদেশের জনজাতি জনগোষ্ঠীর মানুষের উপস্থিতি ঘটেছে তীর্থমুখে।এদিকে, ভিড় এবং উৎসবকে কেন্দ্র করে কোনও অপ্রীতিকর পরিস্থিতির মোকাবিলায় সাধারণ ও পুলিশ প্রশাসন কড়া ব্যবস্থা হাতে নিয়েছে।