নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জানুয়ারী ।। স্ত্রীকে প্রাণে মেরে ফেলার অভিযোগ উঠেছে স্বামীর উপর। ঘটনাটি ঘটেছে উদয়পুর পূর্ব গোকুলপুর এলাকায়, শনিবার রাতে। জানা গেছে, বন্ধন ব্যাঙ্ক থেকে টাকা না পেয়ে স্ত্রীকে বেদম লাঠিপেটা করেছে নিষ্ঠুর স্বামী। স্ত্রীকে লাঠিপেটা করে প্রাণে মেরে ফেলার অভিযোগে স্বামীর বিরুদ্ধে থানায় এফআইআর করা হয়েছে।

বর্তমানে উদয়পুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন গৃহবধূ। গৃহবধূর মা এবং বাবা জানান, বিয়ের পর দিন কয়েক তাদের মধ্যে সম্পর্ক ঠিকঠাক ছিল। কিন্তু কিছুদিন পর থেকে তাদের মধ্যে শুরু হয় বিবাদ। গৃহবধূর মা ও বাবা জানান, মদমত্ত অবস্থায় স্বামী রঞ্জন মিয়াঁ ও শাশুড়ি, ননাস মিলে তাদের মেয়ের উপর অত্যাচার চালাত। তারা আরও জানান, বন্ধন ব্যাঙ্কের টাকা না পাওয়ায় তাদের মেয়ের উপর পাশবিক অত্যাচার করেছে পাষণ্ড স্বামী রঞ্জন মিয়াঁ। গৃহবধূর বাপের লোকেরা স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজনদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।