নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৩ জানুয়ারী ।। বাংলাদেশী নগত ১১ লক্ষ ২১ হাজার টাকা সহ আটক একটি পালসার বাইক। কিন্তু কোন গ্রেফতার নেই। জানাগেছে রবিবার সকাল নয়টা নাগাত বিশালগড় থানার পুলিশের কাছে একটি গোপন খবর আসে। যে আগরতলার দিক থেকে টি আর ০৭ বি ৫৪১৬ নম্বারের পালসার বাইকে করে দুজন লোক বিশালগড়ের দিকে আসছে এবং তাদের সাথে বাংলাদেশের প্রচুর পরিমান টাকা আছে সেই খবরের ভিক্তিতে বিশালগড় থানার পুলিশ রবিবার সকাল ৯, ৩০ নাগাত অফিসটিলা ব্রিজের সামনে উঠ পেতে বসে।

এই বাইটি দূর থেকে আসতে দেখে আটকায় বাইকটি। কিন্তু অভিযুক্তরা টাকা এবং বাইক ফেলে পুলিশের সামনে দিয়েই দৌরে পালিয়ে যায়। প্রশ্ন হচ্ছে পুলিশ কি ভাবে অভিযুক্তদের পালাতে সাহাজ্য করে। কেননা যেই যায়গাটি দিয়ে অভিযুক্তরা পালিয়ে গেছে পুলিশ ইচ্ছে করলে তাদেরকে আটক করতে পারত। তাহলে পুলিশ বাইক এবং টাকা নিয়ে থানায় চলে আসল অভিযুক্তরা কেন পার পেয়ে যাবে। পুলিশ তাদের পেছন পেছন ধাওয়া করলে কিন্তু আর পার পেয়ে যেতনা অভিযুক্তরা। পরে খবর পেয়ে ছুটে আসে এস ডি পিও বিশালগড় আর ডারলং। তিনি অফ ক্যেমারায় জানান বাইক মালিকের নাম কেসব দেবনাথ বলে জানাগেছে ও ঘটনাটি তিনি খতিয়ে দেখবেন বলে জানান সাংবাদিকদের।