শ্রীনগর, ১৩ জানুয়ারি (হি.স.) : জঙ্গি দমনে বড়সড় সাফল্য। জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম আল বদর জঙ্গিগোষ্ঠীর শীর্ষ কম্যান্ডারসহ দুই জঙ্গি। শনিবার সন্ধ্যায় দক্ষিণ কাশ্মীরে কুলগাম জেলায় ওই দুই জঙ্গিকে নিকেশ করে নিরাপত্তা বাহিনী।প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র কর্নেল রাজেশ কালিয়া জানিয়েছেন, শনিবার সন্ধ্যায় গোপন সূত্র থেকে খবর পেয়ে কুলগাম জেলার কাটাপোরায় তল্লাশি অভিযান চালায় রাষ্ট্রীয় রাইফেলস, রাজ্য পুলিশের স্পেশ্যাল অপারেশন গ্রুপ এবং সিআরপিএফের যৌথবাহিনী। অভিযান চালার সময় নিরাপত্তা বাহিনীর জওয়ানদের লক্ষ্য করে গুলি চালাতে থাকে জঙ্গিরা। পাল্টা যোগ্য জবাব দেয় জওয়ানরা। শুরু হয় দুই তরফের তুমুল গুলির লড়াই। পরে নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রাণ হারায় দুই জঙ্গি।রবিবার প্রশাসনের তরফে দুই জঙ্গির পরিচয় জানানো হয়েছে। নিহত জঙ্গিরা হলেন জিনাত-উল-ইসলাম এবং শাকিল আহমেদ দর।

নিহত জঙ্গিদের কাছ থেকে স্বয়ংক্রীয় আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে। এছাড়াও বাজেয়াপ্ত করা হয়েছে একাধিক বিস্ফোরক। এদিন প্রশাসনের তরফে আরও জানানো হয়, জিনাত-উল-ইসলাম আল বদর জঙ্গি সংগঠনের অন্যতম শীর্ষ কম্যান্ডার। ইমপ্রোভাইজ এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরক বিশেষজ্ঞ এই জঙ্গি প্রথমে হিজবুল মুজাহিদিনে যোগ দিলেও গত বছরের নভেম্বরে আল বদরে যোগ দেয়। শাকিল আহমেদ দরও আল বদরের সঙ্গে যুক্ত ছিল। জম্মু ও কাশ্মীরের অত্যন্ত বিপদজনক ১২ জন জঙ্গিদের মধ্যে অন্যতম জঙ্গি ছিল জিনাত-উল-ইসলাম।