আগরতলা, ১২ জানুয়ারি (হি.স.) : টানা চারদিন পর ইন্টারনেট পরিষেবার সঙ্গে সংযুক্ত হয়েছে ত্রিপুরা। এতে স্বস্তি পেয়েছেন রাজ্যের সাধারণ নাগরিককুল ও সংবাদ পরিষেবা। প্রাথমিকভাবে আজ শনিবার সন্ধ্যায় বিএসএনএল-এর ইন্টারনেট ও এসএমএস পরিষেবা সক্রিয় হলেও অন্য নেটওয়ার্কগুলো এখনও অচল। তবে আজ রাতের মধ্যেই বাকি পরিষেবাগুলোও সক্রিয় হয়ে যাবে বলে খবর রয়েছে।

উত্তরপূর্বের ছাত্র সংগঠনগুলোর যৌথমঞ্চ নর্থ-ইস্ট স্টুডেন্টস অর্গানাইজেশন (নেসো) আহূত ৮ জানুয়ারি ১১ ঘণ্টার বনধ-এর জেরে জিরানিয়া মহকুমার মাধববাড়ি বাস টার্মিনাল এলাকায় সংঘটিত ঘটনার পরিপ্রেক্ষিতে অশান্তি ছড়ানো রুখতে ঘটনার দিন রাত এগারোটা থেকে ৪৮ ঘণ্টা ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছিল ত্রিপুরা প্রশাসন। কিন্তু পরিস্থিতির কথা বিবেচনা করে ইন্টানেট পরিষেবা বন্ধের সময়সীমা ১০ তারিখ রাত থেকে আরও ৪৮ ঘণ্টা বাড়িয়ে দেওয়া হয়েছিল।

