নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জানুয়ারি৷৷ নিয়মিতকরণ করা, চাকুরির সুনিশ্চয়তা প্রদান সহ ৫ দফা দাবি আদায়ে শুক্রবার মহাকরণ অভিযান সংগঠিত করল ১০,৩২৩ এড-হক পে শিক্ষকরা৷ এদিন দুপুরে মহাকরণে অভিযানে শামিল হয়ে রাজ্যপাল কাপ্তান সিং সোলাঙ্কি৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং শিক্ষামন্ত্রী রতনলাল নাথের উদ্দেশ্যে ডেপুটেশন দেয় শিক্ষকরা৷ যদি রাজ্য সরকার দাবিপূরণ না করে তাহলে বৃহত্তর আন্দোলনে যাবে শিক্ষকরা৷ আন্দোলনের অঙ্গ হিসেবে দিল্লির যন্তর-মন্তরে বিক্ষোভ দেখাবে ১০,৩২৩ শিক্ষকরা৷ পূর্ব ঘোষণা অনুযায়ী শুক্রবার আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবন থেকে মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে গিয়ে শেষ হয় সার্কিট হাউসের সামনে৷ সেখান থকে একটি প্রতিনিধি দল মহাকরণে গিয়ে দাবিসনদ তোলে দেয়৷

যদিও দলীয় কাজে বাইরে থাকায় মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রী এদিন নিজ হাতে দাবিসনদ তোলে নেননি৷ অল ত্রিপুরা সরকারি ১০,৩২৩ এড-হক পে শিক্ষক কর্মচারী সংগঠনের পক্ষে বিমল সাহা জানিয়েছেন দাবিগুলি অনাদায়ে তারা বৃহত্তর আন্দোলন গড়ে তোলবে৷ খুব শীঘ্রই শিক্ষকরা চাকুরির নিশ্চয়তার দাবি জানিয়ে দিল্লির যন্তর-মন্তরে বিক্ষোভ প্রদর্শন করবে৷
এদিনের ১০,৩২৩ শিক্ষকদের মিছিলে অংশগ্রহণকারীদের উপস্থিতি ছিল বেশি৷ বিমল সাহা জানিয়েছেন দাবিপূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলতে থাকবে এদিন মিছিল শেষে সার্কিট হাউসে হয় সভা৷ উল্লেখ করা যায় ২০১৯ সালের মার্চ পর্যন্ত এড-হক শিক্ষক হিসেবে চাকুরি করতে নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত৷