নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জানুয়ারি৷৷ জিরানিয়ার মাধববাড়ির ঘটনা নিয়ে শেষ পর্যন্ত বিচার বিভাগীয় তদন্তের দাবি জানাল রাজ্য বামফ্রন্ট৷ যদিও গতকালই মুখ্যমন্ত্রী ম্যাজিস্ট্রেট তদন্তের নির্দেশ দিয়েছেন৷ বামফ্রন্ট কমিটি এই ঘটনার তদন্ত হাইকোর্টের কোন বিচারপতিকে দিয়ে করানোর দাবি জানিয়েছে৷ তদন্ত শেষে দোষিদের শান্তির দাবিও জানিয়েছে রাজ্য বামফ্রন্ট৷ শুক্রবার মেলারমাঠে দশরথদেব স্মৃতি ভবনে এক সাংবাদিক সম্মেলনে বামফ্রন্ট চেয়ারম্যান বিজন ধর একথা জানান৷ মাধববাড়ির এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বিজন ধর৷ তিনি বলেন, ৮ জানুয়ারি বন্ধের সমর্থনে কিছু টিএসআর এর সমর্থক রাস্তায় বসেছিল৷ তাদের উপর পুলিশ দমনমূলক আক্রমণ সংগঠিত করে৷ পুলিশের দমনমূলক আক্রমণে আহত হন ১২জন৷

বিজন ধরের প্রশ্ণ ঐদিন এমন কি পরিস্থিতি ঘটল যেখানে পুলিশ গুলি চালিয়েছে৷ অভিযোগ উঠেছে কিছু সংখ্যক বিজেপি’র লোকজন ঐ জায়গায় বন্ধ সমর্থনকারীদের উপর মারমুখী অবস্থানে ছিল৷ বিজেপি’র কারণেই উত্তেজনা বেশি ছড়ায় বলে অভিযোগ আনেন বিজন ধর৷ তিনি বলেন, এই ঘটনার পরিপ্রেক্ষিতে গোটা রাজ্যেই আতঙ্কের পরিবেশ কায়েম হয়েছে৷ আতঙ্কের দিন কাটাচ্ছেন এডিসি এবং তার বাইরের সংখ্যালঘুরা৷ যা উদ্বেগজনক বলে মন্তব্য করেন বামফ্রন্ট চেয়ারম্যান৷ সামগ্রিক দিক বিচার বিবেচনা করে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানান৷ এবং এই তদন্ত করতে হবে হাইকোর্টের বিচারপতিকে দিয়ে৷
বিজন ধর এদিন বিস্ময় প্রকাশ করে বলেন, ঘটনার পর রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মণ এবং মন্ত্রী মেবার কুমার জমাতিয়া সিপিআইএম দল এবং প্রাক্তনমন্ত্রী মানিক দে’র নাম জানিয়ে দেন৷ কিসের ভিত্তিতে দুই মন্ত্রী এই বক্তব্য রেখেছেন তার প্রশ্ণ তোলেন বামফ্রন্ট চেয়ারম্যান৷ এই অভিযোগ মনগত এবং বিত্তিহীন বলে তিনি জানান৷ এই ধরনের বিভ্রান্তকর মন্তব্য না করে রাজ্যে দ্রুত শান্তির পরিবেশ ফিরিয়ে আনার আহ্বান জানান৷ রাজ্যে শান্তি সম্প্রীতির পরিবেশ বজায় রাখারও দাবি জানান৷
এদিনও সরকারকে একহাত নেন বিজন ধর৷ বলেন সরকার নতুন কিছুই বাস্তবায়িত করছে না৷ বিরোধীদের কণ্ঠরোধ করার চেষ্টা চালাচ্ছে৷ যারা এই ঘটনাগুলিকে নিয়ে সিপিএমের উপর দোষারোপ করতে চাইছে একটা অংশ বিপথে পরিচালিত করতে চাইছে৷ এই ধরনের ঘটনার নিন্দা জানায় বামফ্রন্ট৷ বিজনবাবুর সাফ বক্তব্য, বামপন্থীরা মনে করে কোনভাবেই জাতি উপজাতি সম্প্রীতির ভাঙতে দেওয়া হবে না৷ তার জন্য বিপন্ন না হয় তার চেষ্টা চালিয়ে যাবে বামফ্রন্ট৷
বিজন ধর এদিন আগামীকালের এডিসি বন্ধের বিরোধীদের বলেন এই পরিস্থিতিতে বন্ধ না ডেকে তা প্রত্যাহার করার দাবি জানিয়েছেন৷ সাংবাদিক সম্মেলনে অন্যান্য বামফ্রন্ট নেতৃত্বরাও উপস্থিত ছিলেন৷