প্যারিস, ১২ জানুয়ারি (হি.স.) : শনিবার সকালে হঠাৎই তীব্র বিস্ফোরণে কেঁপে উঠল প্যারিস। শহরের একেবারে কেন্দ্রস্থলে থাকা মধ্য প্যারিসের রু দে ত্রাভিশে সকাল নটা নাগাদ বিস্ফোরণটি ঘটে। একটি বেকারিতে বড়সড় বিস্ফোরণে এতটাই তীব্র ছিল যে আশপাশের দোকানের কাঁচ ভেঙে গিয়েছে। এই বিস্ফোরণে জখম হয়েছেন কমপক্ষে ৩৫ জন।এমনকি রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়িও ক্ষতিগ্রস্ত হচ্ছে। পুরো দোকানটাই পুড়ে গিয়েছে। আহত হয়েছেন পথচারীরাও।পুলিশের প্রাথমিক অনুমান, গ্যাল লিক করেই বিস্ফোরণ হয়েছে। নাশকতার কোনওরকম প্রমাণ এখনও ঘটনাস্থল থেকে মেলেনি।

গোটা এলাকা সিল করে রেখেছে পুলিশ। বিস্ফোরণের তীব্রতায় আশপাশে ছোট দোকানগুলিও ভেঙে গিয়েছে। একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বেকারিটা। ইয়েলো ভেস্ট আন্দোলনের সঙ্গে এই বিস্ফোরণের কোনও যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যে ঘটনাস্থলে উদ্ধারকার্যে চলছে দ্রুতগতিতে৷ তবে ঠিক কি কারণে এই ধরমের ঘটনা গটে গেল তার তদন্ত শুরু হয়েছে বলে জানা গিয়েছে৷