নাসিক (মহারাষ্ট্র), ১১ জানুয়ারি (হি. স.) : মহারাষ্ট্রের নাসিক জেলায় মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ভ্যানের। বেপরোয়া গতির বলি হলেন চারজন। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে অনদানে গ্রাম থেকে ৮০ কিলোমিটার দূরে সাতনা-তাহারাবাদ রোডে। শুক্রবার এব্যাপারে পুলিশ জানিয়েছে, ভয়ঙ্কর ওই পথ-দুর্ঘটনায় ২২ বছরের এক যুবক সহ তিন কিশোরের মৃত্যু হয়েছে।
পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে জেলার সাতনা-তাহারাবাদ রোডে একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় উল্টোদিক থেকে বেপরোয়া গতিতে ছুটে আসা একটি ভ্যানের। বাইকআরোহী তিন কিশোরের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয় আরও একজনের | মৃত চার ব্যক্তিই তালাওয়াড়ের বাসিন্দা |

জানা গেছে, নিজেদের বাইকে করে তাঁরা কান্ডুরিতে একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। পথে ওই দুর্ঘটনা ঘটে। মৃতদের নাম, সমাধান পাটাইত (১৮), অরুন দেভারে (১৯), অনিল মালি (১৮), এবং শরদ সোনাওয়ানে (২২)। স্থানীয় সূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। চারজনকেই দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তিন কিশোরকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয়েছে শরদ সোনাওয়ানের। মৃতদেহগুলিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ভ্যানচালকের বিরুদ্ধে মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। চালক পলাতক।