বাম সমর্থিত শ্রমিক সংগঠন আহূত ৪৮ ঘণ্টা ধর্মঘট শান্তিপূর্ণ ত্রিপুরায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জানুয়ারী৷৷ ১২ দফা দাবি আদায়ের লক্ষ্যে বাম সমর্থিত শ্রমিক সংগঠনের ডাকা ৪৮ ঘণ্টা বনধ মঙ্গলবার সকাল ৬টা থেকে শুরু হয়েছে। তবে বাম সমর্থিত শ্রমিক সংগঠনের ডাকা ৪৮ ঘণ্টার সাধারণ ধর্মঘটে তেমন কোনও প্রভাব নেই ত্রিপুরায়।এদিন সকাল থেকেই যান চলাচল ছিল স্বাভাবিক। অফিস আদালতেও স্বাভাবিক কাজকর্ম হয়েছে। তবে রাজধানী আগরতলার বাজারগুলিতে এই বনধের মিশ্র প্রতিক্রিয়া ছিল। মঠ চৌমুহনি বাজার, লেক চৌমুহনি বাজার, গোলবাজার, বটতলা বাজার প্রভৃতি বাজারগুলিতে দোকানপাট আংশিক খোলা ছিল। বেশ কয়েকটি স্কুল বন্ধ ছিল। রাজধানী আগরতলার বিভিন্ন স্ট্যান্ডে অন্যান্য দিনের তুলনায় গাড়ি কম ছিল।

রাজধানী আগরতলা ছাড়া রাজ্যের বিভিন্ন জায়গায়ও একই চিত্র ছিল বলে জানা গেছে। যদিও এখনও পর্যন্ত বনধকে কেন্দ্র করে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। রাজ্য পুলিশ এবং টিএসআর বাহিনী টহলরত আছে।উল্লেখ্য, দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ, সকলের জন্য কর্মসংস্থানের পদক্ষেপ গ্রহণ করা, শ্রম আইন কঠোরভাবে প্রয়োগ করা, সর্বজনীন সামাজিক ও সুরক্ষা প্রদান, ন্যূনতম ৬ হাজার টাকা পেনশন প্রদান, সরকারি সংস্থাগুলির বিলগ্নীকরণ বন্ধ করা, সম কাজে সম বেতন প্রদান, বোনাস, ইএসআই, প্রভিডেন্ট ফান্ড আইনের যোগ্যতা সীমা প্রত্যাহার করা-সহ বিভিন্ন দাবিতে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও ফেডারেশনের তরফ থেকে দুদিন ব্যাপী দেশব্যাপী সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে।