নয়াদিল্লি, ৯ জানুয়ারি (হি.স.) : রাফাল নিয়ে ভুল তথ্য দিয়ে দেশবাসীকে বিভ্রান্ত করছে কংগ্রেস। বুধবার এমনই দাবি করলেন বিদেশমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ভি কে সিং।এদিন ভি কে সিং বলেন, ‘ক্ষমতায় থাকাকলীন রাফাল চুক্তি সম্পাদনের ক্ষেত্রে কেন গড়িমসি করা হয়েছিল। সেই জবাব কংগ্রেসকে আজ দিতে হবে। দ্বিতীয়ত কেন তৎকালীন কংগ্রেস সরকার হ্যালকে চুক্তির মধ্যে যুক্ত করেনি। সেই জবাবও দেশবাসীকে দিতে হবে কংগ্রেসের। জনগণকে বিভ্রান্ত করার জন্য রাফাল নিয়ে ভুল তথ্য প্রচার করছে কংগ্রেস। রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য এমন কাজ করে চলেছে তারা।

প্রসঙ্গত, রাফাল নিয়ে বিজেপির সঙ্গে চরম রাজনৈতিক তরজায় জড়িয়ে পড়েছে কংগ্রেস। শীতকালীন অধিবেশনেও এই নিয়ে জোর তরজা বাধে দুই দলের মধ্যে। পাশাপাশি রাষ্ট্রায়ত্ত সংস্থা হিন্দুস্থান অ্যারোনটিক্স লিমিটেড নিয়েও বিজেপিকে ঠেস দেয় কংগ্রেস। এক ট্যুইটবার্তায় রাহুল গান্ধী লিখেছিলেন, ‘নিজের কর্মীদের মাইনে দেওয়ার মত টাকা হ্যালের কাছে নেই। বিষয়টি আশ্চর্যের নয় কি? অনিল আম্বানির কাছে রাফাল রয়েছে। চুক্তি সম্পাদন করার জন্য হ্যালের উজ্জ্বল, মেধাবী, প্রতিভাবান দলের দরকার। মাইনে না পেয়ে হ্যালের সেরা ইঞ্জিনিয়র এবং বিজ্ঞানীদের দল বাধ্য হয়েই অনিল আম্বানির কোম্পানিতে যোগ দেবেন।’ এর পাল্টা প্রতিরক্ষামন্ত্রী নির্মালা সীতারমণ রাজ্যসভা জানিয়েছিলেন, ‘আমি নিশ্চিত হয়েই বলছি যে ২০১৪ থেকে ২০১৮ সালের মধ্যে হ্যালের সঙ্গে ২৬৫৭০.৮০ কোটি টাকার চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এছাড়াও ৭৩০০০ কোটি টাকার বরাত দেওয়া হবে।’ এই সংক্রান্ত যাবতীয় নথি লোকসভায় পেশ করেন প্রতিরক্ষামন্ত্রী। প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, ‘এই নথিগুলি থেকে প্রমাণিত অধিবেশন কক্ষে দাঁড়িয়ে আমি যা বলেছি যা সত্য। এর বিরুদ্ধ যে সন্দেহ করা হচ্ছে তা ভুল এবং বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে।’