ভুবনেশ্বর, ৯ জানুয়ারি (হি.স.) : আসন্ন লোকসভা নির্বাচনে মহাজোটে যোগ দেবে না বিজু জনতা দল (বিজেডি)। বুধবার এমনই জানালেন ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। লোকসভা নির্বাচনে বিজেপি বিরোধী মহাজোট গড়তে তৎপর কংগ্রেস এবং অন্যান্য আঞ্চলিক দলগুলি। আসন্ন লোকসভা নির্বাচনে বিজেডির কি ভূমিকা হবে তা নিয়ে তৈরি হয়েছিল জল্পনা। এদিন সমস্ত জল্পনার অবসান করে দিয়ে নবীন পট্টনায়ক বলেন, ‘বিজেডি মহাজোটে যোগ দেবে না। বিজেপি এবং কংগ্রেসের সঙ্গে যে সমদূরত্ব বজায় রাখা নীতি গ্রহণ করেছিলাম,তা মেনেই আগামী দিনে চলব।’

মঙ্গলবার রাজধানী দিল্লির তালকোটরা ইনডোর স্টেডিয়ামে বিজেডির তরফ থেকে ‘কৃষক অধিকার সমাবেশ’-এর আয়োজন করা হয়েছিল। কেন্দ্রীয় কৃষিনীতির বিরুদ্ধে ও কৃষকদের একাধিক দাবি আদায়ের জন্য এই সমাবেশের আয়োজন করা হয়। ওই দিন মহাজোট নিয়ে নবীন পট্টনায়ককে প্রশ্ন করা হলে তিনি বলেছিলেন, ‘মহাজোটে যোগ দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য সময় লাগবে।’ বুধবার সমস্ত জল্পনার অবসান করে দিয়ে নবীন পট্টনায়ক স্পষ্ট জানিয়ে দিলেন তিনি মজাজোটে যোগ দেবেন না।