সিবিআই মামলায় সুপ্রিম রায়কে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রীকে ঠেস কংগ্রেসের

নয়াদিল্লি, ৮ জানুয়ারি (হি.স.) : সিবিআই মামলায় সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানালেন কংগ্রেসের মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা। সরকার যাবে আর আসবে। কিন্তু আমাদের সংস্থাগুলির অখণ্ডতা বজায় থাকবে বলে ট্যুইটারে দাবি করেছেন তিনি।
মঙ্গলবার রায় ঘোষণার পর রণদীপ সিং সুরজেওয়ালা বলেন, ‘মোদী সরকার প্রথমে আরবিআই-এর দুই গভর্নর সহ চার আর্থিক উপদেষ্ঠাকে হারিয়েছে। দ্বিতীয়ত বিচারপতি লোয়ার মৃত্যু প্রতিবাদে জনসমক্ষে সরব সুপ্রিম কোর্টের চার বিচারপতি। পরে সিবিআই এবং সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশনের মত সংস্থাগুলির বিশ্বাসযোগ্যতা এবং কর্মদক্ষতা ধ্বংস করে দিয়েছে। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলির মুখ বন্ধ করে দিতে চাইছেন মোদী। সরকারি পরিষেবা দেওয়ার বদলে সরকারের ক্ষমতা দেখানোর দম্ভ প্রকাশ পেয়েছে এতে। মোদীজি মনে রাখবেন সরকার এসেছে এবং চলে গিয়েছে।

কিন্তু আমাদের সংস্থাগুলির অখণ্ডতা বজায় রয়েছে। এই রায় থেকে আমাদের গণতন্ত্র এবং সংবিধানের শক্তি সম্পর্কে শিক্ষা হওয়া উচিত আপনার। মোদী সরকার অবৈধ ভাবে সিবিআই-এর প্রধানকে তার পদ থেকে সরিয়ে দিয়েছে। এর ফলে ভুগতে হয়েছে সিবিআই প্রধানকে। রাফাল দুর্নীতির তদন্তের জন্যই ভয় পেয়েছিল কেন্দ্র।’প্রসঙ্গত, সিবিআই মামলায় সুপ্রিম কোর্টে বড়সড় ধাক্কা খেল কেন্দ্রীয় সরকার| অলোক বর্মাকে অপসারণ বা ছুটিতে পাঠানোর আদেশ খারিজ করে দিয়েছে সর্বোচ্চ আদালত| আর তাই ফের সিবিআই ডিরেক্টর পদে ফিরছেন অলোক বর্মা| তবে, পদে ফিরলেও কমিটি না বলা পর্যন্ত, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারবেন না তিনি| সিবিআই ডিরেক্টর অলোক বর্মা এবং স্পেশ্যাল ডিরেক্টর রাকেশ আস্থানা পরস্পরের প্রতি দুর্নীতির অভিযোগ আনার পরে দু’জনেরই ক্ষমতা কেড়ে নিয়ে ছুটিতে পাঠিয়েছিল নরেন্দ্র মোদী সরকার| কেন্দ্রের সিদ্ধান্তকে শীর্ষ আদালতে চ্যালেঞ্জ করেছিলেন অলোক বর্মা| কেন্দ্র, সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশন (সিভিসি) ও অলোক বর্মার বক্তব্য শোনার পরে প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের বেঞ্চ গত ৬ ডিসেম্বর রায়দান স্থগিত রেখেছিল| এদিন সিবিআই মামলায় সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের রায়দান করার কথা ছিল| কিন্তু, মঙ্গলবার তিনি ছুটিতে থাকায় সুপ্রিম কোর্টের ১২ নম্বর কোর্টে সিবিআই মামলার ফয়সালা শোনান বিচারপতি সঞ্জয় কিশান কৌল|