আইএনএক্স মিডিয়া মামলা : চিদম্বরমকে ফের জেরা ইডির

নয়াদিল্লি, ৭ জানুয়ারি (হি.স.): আইএনএক্স মিডিয়া মামলায় প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী তথা প্রবীণ কংগ্রেস নেতা পালানিয়াপ্পন চিদম্বরমকে ফের জেরা করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)| ইডি সূত্রের খবর, সোমবার বেলা ১১.১৫ মিনিট নাগাদ ইডি-র দফতরে আসেন চিদম্বরম| সেখানে আইএনএক্স মিডিয়া মামলার তদন্তকারী অফিসার প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করেন| উল্লেখ্য, এর আগে গত ১৯ ডিসেম্বর আট ঘন্টারও বেশি সময় ধরে চিদম্বরমকে জেরা করেছিলেন এই মামলার তদন্তকারী অফিসার|


২০০৭ সালে পিটার ও ইন্দ্রাণী মুখোপাধ্যায়ের আইএনএক্স মিডিয়া সংস্থায় ৩০৫ কোটি টাকা বিদেশি লগ্নি আসার ক্ষেত্রে অনিয়ম হয়েছিল বলে অভিযোগ সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই) ও এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র| সেই লেনদেনের ছাড়পত্র দেওয়ার বদলে চিদম্বরমের ছেলে কার্তির সংস্থাকে ঘুষ দেওয়া হয় বলে অভিযোগ| এই মামলায় কার্তিকে গ্রেফতারও করেছিল সিবিআই| পরে জামিন পান তিনি| আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত এই মামলায় গ্রেফতারি থেকে চিদম্বরমকে রেহাই দিয়েছে দিল্লি হাইকোর্ট| ইডি সূত্রের খবর, এই নিয়ে দ্বিতীয়বার এই মামলায় চিদম্বরমকে জিজ্ঞাসাবাদ করা হল| এর আগে গত ১৯ ডিসেম্বর আট ঘন্টারও বেশি সময় ধরে চিদম্বরমকে জেরা করেছিলেন এই মামলার তদন্তকারী অফিসার|