আগরতলা, ৫ জানুয়ারি, (হি.স.) : আজ শনিবার থেকে শুরু হয়েছে সিপিআইএমের রাজ্য কমিটির দু দিবসীয় বৈঠক। জানা গেছে, ৬ জানুয়ারি বিকেল পর্যন্ত এই বৈঠক চলবে। দু-দিন ব্যাপী বৈঠকের অন্যতম আলোচ্য বিষয় লোকসভা নির্বাচন।

দলায় সূত্রের এক খবরে প্রকাশ, আসন্ন লোকসভা নির্বাচনে রণনীতি সম্পর্কে বিশেষভাবে আলোচনা হবে চলমান বৈঠকে। এছাড়া দলের বর্তমান যে পরিস্থিতি, তা থেকে ঘুরে দাঁড়িয়ে বিজেপি-র সঙ্গে লড়াইয়ের কৌশল নিয়েও আলোচনা হবে এই বৈঠকে। সূত্রটি জানিয়েছে, আগামী তিন-চার মাস পর দেশের সাধারণ নির্বাচন উপলক্ষ্যে ইতিমধ্যে দলের রাজনৈতিক শক্তি নিয়ে প্রচার শুরু হয়ে গেছে। এই প্রচারকে আরও গতিশীল করতে সাংগঠনিক নানা কর্মসূচিও হাতে নিয়েছে সিপিআইএম। আজ থেকে চলমান দুদিবসীয় বৈঠকের মধ্যমণি প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের পাশাপাশি দলের প্রদেশ স্তরের বহু নেতা ও কর্মী অংশগ্রহণ করেছেন।