আগরতলা, ৫ জানুয়ারি, (হি.স.) : আগামী কয়েক দিনের মধ্যে নিগমের বিশেষ তদন্তকারী দল বাড়ি বাড়ি যাবে। কারা বাড়ির ট্যাক্স গোপন করেছেন, কাদের ট্যাক্স দেওয়া এখনও বাকি, কারা জোত অতিরিক্ত জমি ভোগ করছেন, কাদের বাড়ি তৈরি করা হয়েছে নিগমের প্ল্যান এবং অনুমোদন ছাড়া, সব কিছু খতিয়ে দেখবে তদন্তকারী দল।

জানা গেছে, আগরতলা পুর নিগমের চারটি জোনে চারজন করে ১৬ জন আধিকারিককে নিয়োগ করা হয়েছে গোটা কার্য পরিচালনার জন্য। খবর অনুযায়ী, আগামী কয়েক দিনের মধ্যে এই দল প্রতিটি জোনকে আবার বিভিন্ন সেক্টরে ভাগ করে বাড়ি বাড়ি গিয়ে জমির পরিমাপ এবং ট্যাক্স ক্লিয়ারেন্সের কাগজপত্র চাইবে। যদি সঠিকভাবে কোনও বাড়িতে কাগজ না পাওয়া যায় তা হলে বিশেষ ক্ষেত্রে পেনাল্টি না করে ট্যাক্স ক্লিয়ারেন্সের জন্য একটা নির্দিষ্ট সময় বেঁধে দিয়ে দেওয়া হবে।