নয়াদিল্লি, ৬ জানুয়ারি (হি.স.) : রাফাল নিয়ে এবার প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমণের বিরুদ্ধে সরব হলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। রবিবার ট্যুইটারে রাহুল গান্ধী লিখেছেন রাফাল নিয়ে সংসদে দাঁড়িয়ে মিথ্যা কথা বলেছেন প্রতিরক্ষামন্ত্রী।এদিন রাহুল গান্ধী ট্যুইটারে লেখেন, এক লক্ষ কোটি টাকার একটি টাকাও হ্যালকে দেওয়া হয়নি। কারণ কোনও রকমের বরাত দেওয়া হয়নি। যখন কেউ একটি মিথ্যা কথা বলে তা ঢাকতে আরও মিথ্যার কথা দরকার পড়ে। রাফাল নিয়ে প্রধানমন্ত্রীর অসত্য বিবৃতিকে আড়াল করার জন্য প্রতিরক্ষামন্ত্রী মিথ্যা কথা বলে গিয়েছেন। আগামীকাল রাফালের জন্য হ্যালকে বরাত দেওয়ার এক লক্ষ কোটি টাকার নথি সংসদে পেশ করতে হবে। নয়তো পদত্যাগ করুক প্রতিরক্ষামন্ত্রী।

প্রসঙ্গত, রাফাল জেট নিয়ে লোকসভায় এদিন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন বলেন, \”বিপক্ষ দলের প্রবীণ সদস্যরা আমার উত্তর শুনতেই চাইছেন না, এটি খুবই দুঃখজনক। ক্ষমতায় যে-ই থাকুক না কেন দেশবাসীর জানা দরকার যে, প্রতিরক্ষা সংক্রান্ত সরঞ্জামগুলি জাতীয় নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। উত্তর ও পশ্চিম সীমান্তে এর আগে যুদ্ধ হয়েছে। সময়মত প্রতিরক্ষা সংক্রান্ত সরঞ্জাম প্রস্তুত রাখাই প্রধান উদ্দেশ্য। আমাদের জরুরি অবস্থা বুঝতে হবে। চিন এবং পাকিস্তান ইতিমধ্যেই বড়সড় বহর তৈরি করেছে। ইউপিএ সরকার মাত্র ১৮টি ফ্লাইওয়ে যুদ্ধবিমান চেয়েছিল। ইউপিএ একটি অচল অবস্থা সৃষ্টি করেছে।\” আগামী সেপ্টেম্বর মাসে পাওয়া যাবে প্রথম রাফাল যুদ্ধবিমান, জানালেন প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারমন। তিনি আরও জানান, ১৪ মাসের মধ্যে এই আলাপ-আলোচনা শেষ হয়েছে এবং আগামী ২০২২ সালে ৩৬ টি যুদ্ধবিমান সরবরাহ করা হবে। প্রতিরক্ষামন্ত্রী এদিন আরও বলেন, \”কংগ্রেস নিজেদের প্রতিরক্ষা করে চলেছে। আমরা জাতীয় নিরাপত্তাকে প্রধান গুরুত্ব দিয়ে দেশের প্রতিরক্ষা বিষয়ে চুক্তি করেছি। কংগ্রেস কখনই যুদ্ধবিমান কিনতে চায়নি। রাহুল গান্ধী বেঙ্গালুরুতে হ্যাল-এর কাছে একটি সভায় বলেছিলেন, ‘রাফাল আপনাদের অধিকার। আপনাদের এই যুদ্ধবিমান প্রস্তুত করা উচিত’।\”