নয়াদিল্লি, ৬ জানুয়ারি (হি.স.) : আম আদমি পার্টি (আপ) ছাড়লেন সুখপাল খাইরা। রবিবার নিজের পদত্যাগ পত্র দলীয় নেতৃত্বের কাছে দিয়েছেন তিনি।পঞ্জাবের এই বিধায়ক নিজের পদত্যাগ পত্রে লিখেছেন, ‘যে আদর্শ ও নীতির উপর ভিত্তি করে দল তৈরি হয়েছিল। তা থেকে দলের বিচ্যুতি ঘটেছে।’ সুখপাল খাইরার পদত্যাগের প্রসঙ্গে দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীষ সিসোধিয়া জানিয়েছেন, ‘দেশের জন্য তিনি যদি কাজ করতে চান তবে আমাদের সঙ্গে তার থাকা উচিত।

কিন্তু পদ ও নিজের জন্য কাজ করলে তিনি যেখানে খুশি যেতে পারেন। এতে আমাদের এমন কিছু ক্ষতি হবে না।’ প্রসঙ্গত, গত বৃহস্পতিবার আম আদমি পার্টি ছেড়েছেন বর্ষীয়ান আইনজীবী এইচ এস ফুলকা। ১৯৮৪ সালে শিখ বিরোধী দাঙ্গায় নিপীড়িতদের পরিবারের বর্গের বিচারের জন্য তিনি নিরন্তন ভাবে কাজ করে গিয়েছেন। নিজের পদত্যাগ পত্রে ফুলকা লিখেছিলেন দুর্নীতি বিরোধী আন্দোলন থেকে রাজনৈতিক দল তৈরি করা উচিত হয়নি। কিন্তু আন্দোলন চালিয়ে যাওয়াটা উচিত ছিল।