কর্ণাটক, ৬ জানুয়ারি (হি. স.): চব্বিশ দিন ধরে নিখোঁজ সাতজন জেলের উদ্ধারের দাবি জানিয়ে রবিবার কর্ণাটকের উডুপি জেলায় প্রতিবাদ জানাল তাদেরই গোষ্ঠীর প্রায় হাজার জেলেগত ডিসেম্বর মাস থেকেউডুপির মালপে পোর্ট থেকে নিখোঁজ সাত জেলেএদিন সরকারের কাছে ওই জেলেদের খোঁজ করে উদ্ধারের দাবি জানিয়ে প্রতিবাদে সরব হয় তাদের গোষ্ঠীঘটনাটি প্রথম নজরে আসে দেশের প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমনকে উদ্দেশ্য করে লেখা একটি টুইট থেকেকর্ণাটকের এক ব্যক্তি নিজের টুইটার হ্যান্ডেল থেকে টুইট করে জানান, গত ১৩ ডিসেম্বর ২০১৮ থেকেসাতজন জেলে সহ \”সুবর্ণা ত্রিভূজা\” নামে একটি ডিঙি নৌকা মালপে উপকূল থেকে নিখোঁজ হয়।

ওই টুইটে তিনি ‘২৬/১১’ মুম্বই হামলার মতো সন্ত্রাসবাদী হামলার আশঙ্কা প্রকাশ করে প্রতিরক্ষামন্ত্রীকে এ বিষয়েনজর দিতে অনুরোধ করেনএই ঘটনা নজরে আসার পর প্রতিরক্ষামন্ত্রীর নির্দেশে কোস্টগার্ড এবং নৌবাহিনী তল্লাশি কার্যে তৎপর হয়জেলেদের পরিবারের সঙ্গে সহযোগীতা এবং যোগাযোগ করে জেলেসমেতওই ডিঙি নৌকাটির খোঁজ চালাচ্ছেএদিন উডুপি জেলায় প্রতিবাদ মিছিল করেন ওই জেলেদের পরিবারসহ তাদের গোষ্ঠীর প্রায় হাজার জেলেপ্রতিবাদে সরকারের কাছে নিখোঁজ জেলেদের উদ্ধার করতে শীঘ্রইপদক্ষেপ নেওয়ার দাবি জানায় তারাউল্লেখ্য, কর্ণাটকের জনৈক ব্যক্তির টুইটের জবাবে পাল্টা টুইট করে প্রতিরক্ষামন্ত্রী জানান, \”খবরটি পেয়ে দুঃখিত। কোস্টগার্ড এবং নৌবাহিনী এবিষয়ে খোঁজ শুরু করেছে।\”