নয়াদিল্লি, ৬ জানুয়ারি (হি.স.) : নতুন বছরের প্রথম রবিবারের বৃষ্টিতে ভিজল রাজধানী দিল্লি। এদিন ভোররাতে বিক্ষিপ্ত ভাবে দিল্লির একাধিক জায়গায় বৃষ্টিপাত হয়।
দিল্লির রাজপথ, প্রেসক্লাব সহ একাধিক জায়গায় হাল্কা বৃষ্টিপাত হয়। আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে সকালের দিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা থাকার কথা ১৯ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টি ও হিমেল হাওয়ায় জবুথবু সাধারণ মানুষ।

তীব্র শীতের হাত থেকে বাঁচতে বহু পথবাসী নৈশশিবিরে আশ্রয় নিয়েছে। রাস্তার ধারে আগুন জ্বালিয়ে শীতের হাত থেকে বাঁচার চেষ্টায় রত সাধারণ মানুষ। বৃষ্টিপাতের ফলে বায়ু দূষণের মাত্রা কিছুটা কমবে বলে মনে করছে আবহাওয়াবিদরা।
বিগত কয়েকদিন ধরে বায়ু দূষণের মান বেড়ে গিয়েছিল। যার জেরে চিন্তার ভাজ পড়েছিল প্রশাসনিক কর্তাদের কপালে। দূষণ নিয়ন্ত্রণে আনতে দিল্লিতে পণ্যবাহী ট্রাকের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়।