লস অ্যাঞ্জেলেস, ৫ জানুয়ারি (হি.স.) : বন্দুকবাজের হামলায় ফের চাঞ্চল্য ছড়াল আমেরিকায়। শনিবার রাতে লস অ্যাঞ্জেলেসের কাছে টরেন্সে গাবলি হাউস বাউলে বন্দুকবাজের হামলায় নিহত তিন। পাশাপাশি আহত চার। আহতদের উদ্ধার করে পুলিশ স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা জানিয়েছেন আহতদের অবস্থা আশঙ্কাজনক।

মৃতদেহগুলিকে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে।
টোরেন্স পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, ‘শনিবার ভোররাতে অজ্ঞাত পরিচয়ে বন্দুকবাজ হামলা ওই গেমিং কমপ্লেক্স চালায়।’ বন্দুকবাজকে আটক করা হয়েছে কিনা তা জানা যায়নি। স্থানীয় বাসিন্দাদের ঘটনাস্থলে যাওয়া থেকে বিরত থাকতে বলা হয় পুলিশের তরফ থেকে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বন্দুকবাজ মোট নয় রাউন্ড গুলি চালায়। বন্দুকের আওয়াজে সাধারণ মানুষের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। মহিলা ও শিশুরা কান্নাকাটি করতে থাকে।