তেলিয়ামুড়া (ত্রিপুরা), ৪ জানুয়ারি (হি.স.) : পুলিশের নেশা বিরোধী অভিযান জারি রয়েছে। প্রতিদিনই রাজ্যের বিভিন্ন স্থানে নেশা বিরোধী অভিযান চালিয়ে পুলিশ সাফল্য পাচ্ছে। এরই মধ্যে চলছে তির-জুয়ার বিরুদ্ধে অভিযানও।এরই অঙ্গ হিসেবে তেলিয়ামুড়ায় বিগত কয়েক দিন ধরে পুলিশ তির-জুয়ার বিরুদ্ধে অভিযান চালায় পুলিশ। এই অভিযানে সাফল্যও পেয়েছেন অভিযানকারীরা জানা গেছে, বৃহস্পতিবার পুলিশ তেলিয়ামুড়ায় জুয়ার বিরুদ্ধে ফের অভিযান চালায়।

এদিনের অভিযানে পুলিশ থানার কাছেই পিডব্লিউডি অফিসের সামনে একটি দোকান থেকে তির নামক জুয়ার টিকিট-সহ দুজনকে আটক করেছে। জানা গেছে, তাদের হেফাজত থেকে আড়াই হাজার টাকা এবং অন্যান্য জিনিস পুলিশ বাজেয়াপ্ত করেছে। জানা গেছে, ধৃতদেরকে পুলিশ জিজ্ঞাসাবাদ করে তাদের কাছ থেকে আরও বেশ গুরুত্বপূর্ণ তথ্য উদ্ধার করেছে। পুলিশ জানিয়েছে, আগামী দিনেও এ ধরনের অভিযান জারি থাকবে।