বিশালগড় কান্ডে উচ্চ আদালতে মামলার নিষ্পত্তি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ জানুয়ারি ৷৷ বিশালগড় কান্ডে বিমল চক্রবর্তীর বিরুদ্ধে মামলা উচ্চ আদালতে নিষ্পত্তি হয়েছে৷ রাজ্য সরকার তার বিরুদ্ধে সমস্ত অভিযোগ একত্রিত করার আবেদন জানিয়েছিল নিম্ন আদালতে৷ নিম্ন আদালত সেই আবেদন খারিজ করে দিয়েছিল৷ ফলে, রাজ্য সরকার উচ্চ আদালতের দ্বারস্ত হয়৷ বৃহস্পতিবার উচ্চ আদালতে বিচারপতি শুভাশিষ

তলাপাত্র রাজ্য সরকারের ওই আবেদন মামলায় রায় দেন৷রায়ে তিনি বলেছেন, নিম্ন আদালতে বিচার প্রক্রিয়া যে ভাবে চলছে সেই ভাবেই চলবে৷ তবে, বিমল চক্রবর্তীর বিরুদ্ধে যে তদন্ত চলছে তার প্রেক্ষিতে পৃথক রিপোর্ট নিম্ন আদালতে জমা দিতে পারবে রাজ্য সরকার৷

প্রসঙ্গত, বিশালগড় ব্লকে আর্থিক কেলেঙ্কারির সাথে নাম জড়িয়েছে বিমল চক্রবর্তীর৷ তার বিরুদ্ধে তদন্তে আর্থিক কেলেঙ্কারির প্রমাণ পেয়েছে পুলিশ৷ মোট চারটি অভিযোগের ভিত্তিতে বিমল

চক্রবর্তীর বিরুদ্ধে তদন্ত শুরু করে পুলিশ৷ এর মধ্যে আদালতে আংশিক রিপোর্ট জমা দেওয়া হয় পুলিশের তরফে৷ এর ভিত্তিতেই বিচার প্রক্রিয়া শুরু হয় আদালতে৷ কিন্তু, পুলিশ বাকি অভিযোগ গুলির তদন্ত শেষে পূর্র্ণঙ্গ রিপোর্ট জমা দেওয়ার জন্য সুযোগ দিতে আদালতে আবেদন জানিয়েছিল৷ আগরতলায় স্পেশাল বিচারক ২০১৫ সালের ১৬ জানুয়ারি পুলিশের ওই আবেদন

খারিজ করে দেয়৷ এর প্রেক্ষিতে উচ্চ আদালতে রায় সংশোধনের আবেদন জানায় রাজ্য সরকার৷ দীর্ঘ শুনানি শেষে বৃহস্পতিবার ওই আবেদন মামলায় রায় দেয় উচ্চ আদালত৷