সাধারণ ধর্মঘটকে সফল করতে সামিল হচ্ছে বিভিন্ন সংগঠন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ জানুয়ারী৷৷ আগামী আট ও নয় জানুয়ারী সারা দেশে ধর্মঘটের ডাক দিয়েছে ১০টি ট্রেড ইউনিয়ন সহ বিভিন্ন শ্রমিক সংগঠন৷ ধর্মঘটের সমর্থনে ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দলগুলি এগিয়ে েেসছে৷ এক সাংবাদিক সম্মেলনে বুধবার আগরতলায় প্রেস ক্লাবে ট্রেড ইউনিয়ন ইনিশিয়েটিভ অনুমোদিত ত্রিপুরা গ্রামীণ শ্রমিক উন্নয়ন এবং ত্রিপুরা চা মজদুর সংগ্রাম পরিষদের যৌথ আহ্বানেও আগামী ৮ ও ৯ জানুয়ারী সর্বভারতীয় সাধারণ ধর্মঘটে সামিল হবার আহ্বান জানানো হয়েছে৷


সাংবাদিক সম্মেলনে দাবি করা হয়েছে, শ্রমিকদের স্বার্থ রক্ষাকারী শ্রম আইন পরিবর্তন করা চলবে না, পেট্রোপণ্য এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি করা চলবে না, সর্বক্ষেত্রে মাসিক বেতন অন্তত আঠারো হাজার টাকাকরতে হবে সেই সাথে আট হাজার টাকা নূ্যনতম পেনশন প্রদান করা ইত্যাদি৷
এনটিইউআই’র পক্ষ থেকে এদিন যেমন কেন্দ্রের মোদি সরকারকে আক্রমণ করে বিভিন্ন ক্ষেত্রে কর্মী ছাটাই এবং কর্ম সংকোচন নীতির কথা তুলে ধরা হয়েছে, তেমনি অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অর্গানাইজেশনের পক্ষ থেকেও বুধবার একই দাবীতে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী এবং রাজ্যের শিক্ষামন্ত্রীর উদ্দেশ্যে বিদ্যালয় শিক্ষা অধিকর্তার নিকট একটি ডেপুটেশন প্রদান করা হয়েছে৷ এই সংগঠনের মূল দাবী হচ্ছে প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পাশ ফেল প্রথা চালু করা৷